সংস্কৃতি সংবাদ

কথনে-নৃত্যে উঠে এল মণিপুরি নাচ

ডেইলি স্টার ভবনের বেঙ্গল প্রিসিঙ্কটে গতকাল ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শীর্ষক অনুষ্ঠানে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের (মাঝে) নেতৃত্বে মণিপুরি নৃত্যের পরিবেশনা l ছবি: প্রথম আলো
ডেইলি স্টার ভবনের বেঙ্গল প্রিসিঙ্কটে গতকাল ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শীর্ষক অনুষ্ঠানে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের (মাঝে) নেতৃত্বে মণিপুরি নৃত্যের পরিবেশনা l ছবি: প্রথম আলো

কথনে আর নৃত্যে যেন মূর্ত হলো মণিপুরি নাচের ইতিহাস। আর তা করে দেখালেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ডেইলি স্টার ভবনের বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’ শীর্ষক নৃত্য কথন ও প্রদর্শনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায়।
পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নৃত্য ও কথন দিয়ে। মণিপুরি পাহাড়, কাজ, যুদ্ধ, পরিবেশ ও বাংলাদেশে মণিপুরিদের অবস্থান উঠে আসে নৃত্য কথনে। শর্মিলা বন্দ্যোপাধ্যায় এ সময় বলেন, ‘বাংলাদেশে মণিপুরি নৃত্যের সম্প্রসারণে বিশেষ অবদান রয়েছে শিল্পগুরু ওয়াহিদুল হকের।’