
শেষ পর্যন্ত করোনাকে ছাড়ল না শিল্পীরা। ইতিমধ্যে করোনা নিয়ে তৈরি হয়ে গেল গান ও ভিডিও। ভারতের শিল্পী ধিনচাক পূজা তৈরি করেছেন ‘হোগা না করোনা’ শিরোনামে সচেতনতামূলক একটি গান। আজ বৃহস্পতিবার তাঁর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
করোনাভাইরাস ঠেকাতে কী করতে হবে, যারা এখনো জানেন না বা খুব একটা পাত্তা দিচ্ছেন না, তাদের জন্য এ গানটি করেছেন পূজা। গানে গানে এই পপতারকা ভাইরাসটি থেকে বাঁচার জন্য সচেতন করেছেন ভক্ত-অনুসারীদের। নাঁকি কণ্ঠে তাঁর বেসুরো সেই গানের ভিডিওতে দেখা যাবে মাস্ক ও সানগ্লাস পরা একঝাঁক শিল্পীকে। গানের সঙ্গে বসার ঘরের ভেতরেই নাচ করছেন তাঁরা। গানের কথায় আলিঙ্গন ও বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া খেতে বলেছেন ঘরে রান্না করা খাবার, এমনকি শরীর খারাপ করলে পরীক্ষা করার কথাও বলেছেন তিনি। এ গানের মূল কথাগুলো হচ্ছে, ‘করো না করো না/ এ কাজগুলো করো না/ দোয়া করো যাতে এ রোগ কারো না হয়।’
‘সঙ ওয়ালি টুপি’ গানটি প্রকাশের পর ধিনচাক পূজা লোকের নজর কাড়তে শুরু করেন। ব্যাপক সমালোচিত হলেও তাঁর এ গান ভাইরাল হয়। তাঁর অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘সেলফি ম্যানে লেলি আজ’, ‘ডিলন কা শুটার’ গানগুলো ইউটিউবে বহুবার দেখা হয়েছে। এমনটি ‘হোগা না করোনা’ গানটি ২৪ ঘণ্টা পেরোনোর আগেই প্রায় ২ লাখ ৯২ হাজার বার দেখা হয়ে গেছে। ২০১৭ সালে ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর একজন প্রতিযোগী ছিলেন পূজা। ইন্ডিয়ান এক্সপ্রেস