মেরিল–প্রথম আলো পুরস্কার

কালে কালে সঞ্চালক

আগামীকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৮–এর আসর। এবার মেরিল–প্রথম আলো পুরস্কার ২১ বছরে পড়েছে। বিগত ২০টি আসরে প্রতিবারই পুরস্কার বিজয়ীদের পাশাপাশি আরেকটি নাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটি হলো অনুষ্ঠান সঞ্চালকের নাম। কখনো একক সঞ্চালনা, কখনো দ্বৈত সঞ্চালক, কখনো আবার সঞ্চালকত্রয়ী মঞ্চে উঠে হাল ধরেছেন পুরো আয়োজনের। এবার কে বা কারা হাল ধরবেন ‘মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৮’–এর। কাল সন্ধ্যাতেই রহস্য উন্মোচিত হবে। এর আগে আমরা চোখ বুলিয়ে নিই অতীতের আসরগুলোয়—

১৯৯৮ সালে মেরিল–প্রথম আলো পুরস্কারের প্রথম আসরের দুই সঞ্চালক আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। এর পর আফজাল হোসেন ২০০০ ও ২০০৬ সালে এককভাবে এ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।
১৯৯৮ সালে মেরিল–প্রথম আলো পুরস্কারের প্রথম আসরের দুই সঞ্চালক আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। এর পর আফজাল হোসেন ২০০০ ও ২০০৬ সালে এককভাবে এ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।
হানিফ সংকেত ১৯৯৯, ২০০১, ২০০৩ ও ২০০৫ সালে সঞ্চালনা করেছেন মেরিল–প্রথম আলো পুরস্কার।
প্রয়াত আনিসুল হক ছিলেন ২০০২ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক।
আবুল হায়াত ২০০৪ সালে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
রিয়াজ ও ফেরদৌস সঞ্চালক হিসেবে ২০০৭ সালে জুটি বাঁধেন।
২০০৮ সালে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনা করেন অপি করিম
জাহিদ হাসান মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০১০ সালে।
নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী ছিলেন ২০১১ সালের সঞ্চালক। ২০০৯ ও ২০১২ সালে চঞ্চল ও মোশাররফ যৌথভাবে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিশা–মোশাররফ সঞ্চালক ছিলেন ২০১৪ সালের আসরের।
জাদুশিল্পী জুয়েল আইচ ২০১৩ সালের আয়োজনের সঞ্চালক ছিলেন।
তাহসান ছিলেন ২০১৫ সালের উপস্থাপক।
ফেরদৌস–পূর্ণিমা জুটি বেঁধে গত দুই বছর (২০১৬ ও ২০১৭) মেরিল–প্রথম আলো অনুষ্ঠানে সাড়া ফেলেছেন।