সংস্কৃতি সংবাদ

গানে গানে মাতালেন কুদ্দুস বয়াতি

noname
noname

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির একক গানের অনুষ্ঠান হয়ে গেল গত শনিবার। গুলশানের ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়।
‘স্বাধীনতার বাংলাদেশ’ গানটি দিয়ে গানের আসর শুরু করেছিলেন কুদ্দুস বয়াতি। এরপর প্রায় দুই ঘণ্টা তিনি বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। গানগুলোর মধ্যে ছিল ‘কলসি কাঁখে কোন রূপসী’, ‘সোনার ময়না’, ‘দেখবি যদি প্রেমের খেলা’, ‘প্রাণ সই লো সই’, ‘পালকি দিয়ে চলে যাই’, ‘কী সুন্দর গানের পাখি’, ‘আমার যমুনার জল’, ‘আমি প্রেম রসিক হব কেমনে’ এসব। ‘এই দিন দিন নয় আরও দিন আছে’ গেয়ে তিনি গানের আসর শেষ করেছিলেন।
বেঙ্গল-মাশরুম গানের চুক্তি
বিশ্বব্যাপী বাংলা গান প্রচারের লক্ষ্যে গত শনিবার বেঙ্গল মিউজিক কোম্পানি লি. ও মাশরুম এন্টারটেইনমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেঙ্গল গ্যালারিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরুম এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট আরমিন মুসা এবং বেঙ্গল মিউজিকের পরিচালক জিনাত চৌধুরী, ক্রিয়েটিভ ডিরেক্টর লাবিক কামাল ও মহাব্যবস্থাপক কমল খালিদ। এখন থেকে বেঙ্গল মিউজিকের সব অ্যালবাম আন্তর্জাতিক অনলাইন ডিস্ট্রিবিউশন কোম্পানি মাশরুম এন্টারটেইনমেন্টের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে পাওয়া যাবে। অনুষ্ঠানে বেঙ্গল মিউজিক থেকে প্রকাশিত সিডির শিল্পীরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। শেষে ছিল সংগীতানুষ্ঠান। গান গেয়েছেন গৌরব, সজীব, লিমন, নবনিতা, আরমিন, জয় ও পারভেজ।

শিল্পকলায় তিন গুণী শিল্পীকে স্মরণ
আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দেশের তিন গুণী শিল্পীকে স্মরণ করল শিল্পকলা একাডেমী। গতকাল দুপুরে একাডেমীর চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতান স্মরণে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবন্ধ পাঠ করেন শাওন আকন্দ, নিসার হাসানাত, বিমানেশ চন্দ্র বিশ্বাস। আলোচনা শেষে এই তিন শিল্পীর স্মরণে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।