বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন। জীবদ্দশায় তোলা কীর্তিমান এই শিল্পীর বিশেষ মুহূর্তের কিছু ছবি নিয়ে এ ছবির গল্প। ছবিগুলো তুলেছেন খালেদ সরকার।
বসার ঘরে মুর্তজা বশীর। ছবিটি ২০১৯ সালের আগস্টে তোলা।স্টুডিওতে ছবি আঁকায় মগ্ন। ছবিটি ২০১৯ সালের আগস্টে তোলা।নিজ বাসায় বসার ঘরে। ২০১৯ সালের আগস্টে তোলা।বসার ঘরে ঘরোয়া পোশাকে শিল্পী। ছবিটি ২০১৯ সালের মে মাসে তোলা।নিজের আঁকা ছবির সামনে দাঁড়িয়ে। ২০১৮ সালের আগস্টে তোলা ছবি।বাসায় হাসিমুখে মুর্তজা বশীর। ২০১৭ সালের আগস্টে তোলা ছবি।২০১৭ সালের আগস্টে তোলা ছবি।ছবি তোলার জন্য বিশেষ ভঙ্গিমায়। ২০১৭ সালের আগস্টে তোলা ছবি।