Thank you for trying Sticky AMP!!

থানায় 'ঢাকা অ্যাটাক' নির্মাতা

দীপঙ্কর দীপন

প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে আলোচনায় আসা পরিচালক দীপঙ্কর দীপন সমালোচিতও হতে যাচ্ছিলেন। এক ব্যক্তি নিজেকে দীপঙ্কর দীপন পরিচয়ে দিয়ে আপত্তিকর প্রস্তাব দিয়ে নায়িকা খোঁজার কাজ করছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে আগেভাগেই থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে নিরাপদ দূরত্বে চলে যান দীপঙ্কর দীপন। গতকাল বুধবার রমনা থানায় হাজির হয়ে জিডি করেন দীপঙ্কর দীপন।

২০১৭ সালের ৬ অক্টোবর মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। ওই বছর ছবিটি সবচেয়ে জনপ্রিয় হয়। তখনই ঘোষণা আসে, এই ছবির সিক্যুয়েল ‘ঢাকা অ্যাটাক ২’ নির্মিত হবে। ‘ঢাকা অ্যাটাক’ ছবির জনপ্রিয়তাকে পুঁজি করে নির্মাতা দীপঙ্কর দীপনের সুনাম নষ্ট করার জন্য একটা গোষ্ঠী কয়েকজন অভিনয়শিল্পীকে রাতে ফোন করে। অভিযোগ সম্পর্কে দীপন জিডিতে উল্লেখ করেন, ‘সবাই জানেন, আমার পরিচালনায় নির্মিত “ঢাকা অ্যাটাক” ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি আমার সুনামকে ব্যবহার করে অজ্ঞাত কেউ আমার নাম ব্যবহারে নবীন/সম্ভবনাময়ী অভিনয়শিল্পীদের ফোন দিচ্ছে। নতুন ছবিতে সুযোগ করে দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব দিচ্ছে, এমনকি টাকাও দাবি করছে। যা আমার জন্য খুবই বিব্রতকর।’

প্রথম আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে দীপঙ্কর দীপন বলেন, ‘ঘটনাটি প্রথম আমি জানতে পারি ২৯ মে। একজন অভিনয়শিল্পী আমাকে ফোন করে বিষয়টি জানান। এই অভিনয়শিল্পী এরই মধ্যে তিনটি ছবিতে অভিনয় করেছেন। ঘটনাটি জানার পর তাকে বললাম পুরো বিষয়টি প্রতারকদের কাছ থেকে শুনতে। তারপর বিস্তারিত জেনে র‍্যাবকে জানাই এবং গতকাল থানায় জিডি করেছি। মূলত আমাদের নতুন ছবি “ঢাকা অ্যাটাক ২” নিয়ে এই প্রতারণা করা হচ্ছে। তাই নিজের সুনাম রক্ষা করতে এবং ইন্ডাস্ট্রির কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ভাবনা থেকে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’

দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিকে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার বলা হয়। এই ছবিতে বোম নিষ্ক্রিয় ইউনিটের সদস্য, পুলিশ কমিশনার, সোয়াট ও গোয়েন্দা কর্মকর্তা, সাংবাদিক সব ধরনের চরিত্রের উপস্থিতি ছিল। ছবিতে অভিনয় করেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র ও খল চরিত্রে তাসকিন রহমান। এই ছবির মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হন খলচরিত্রের অভিনেতা তাসকিন। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটির মূল ভাবনা ও কাহিনি সানী সানোয়ারের। এই ছবির পরবর্তী কিস্তি ‘ঢাকা অ্যাটাক-এক্সট্রিম’। ছবিটি ২০১৯ সালে নির্মাণের কথা রয়েছে।