Thank you for trying Sticky AMP!!

দুই বছর পর সামনে এল যে সিনেমা

কাঠবিড়ালীর শুটিং সেটে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও নিয়ামুল মুক্তা (বসা)

টানা দুই বছর ধরে খবরটা গোপন রেখেছিলেন পরিচালক নিয়ামুল মুক্তা। এবার প্রকাশ্যে আনলেন। সম্প্রতি ফেসবুকে প্রকাশ করলেন নিজের প্রথম চলচ্চিত্রের লোগো–ছবিসহ বেশ কিছু তথ্য। এসব দেখে অনেকে ধারণা করেছিলেন, ছবিটি সবে শুরু করতে যাচ্ছেন তিনি। আদতে তা নয়, ছবির কাজ শেষ করে ডাবিং করছেন এখন। ছবিটির নাম ‘কাঠবিড়ালী’। ২০১৭ সালের ১ মার্চ ছবিটির শুটিং শুরু করেছিলেন মুক্তা। সেই হিসাবে দুই বছর পর প্রকাশ করলেন নিজের চলচ্চিত্রের খবর। পুরো ছবিটির শুটিং হয়েছে পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে। ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবির।

শুটিংয়ের আগে থেকেই সবাই যখন প্রচারের জন্য উদ্গ্রীব, তখন স্রোতের বিপরীতে হাঁটার কারণ কী? জানতে চাইলে মুক্তা বলেন, ‘আমার প্রথম ছবি। তাই সবার আগে মনোযোগ ছিল ছবিটি নির্মাণের দিকে। আমাদের স্বল্প বাজেটের মধ্যে কাজটি শেষ করা জরুরি ছিল।’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বললেন, ‘গত দুই বছরে আমি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু কাঠবিড়ালীর সঙ্গে কোনোটার তুলনা হয় না। এটা আসলে আমাদের সিনেমা। আমরা সবাই মিলেই এত দিন ধরে সিনেমাটাকে লালন করে চলেছি। এখন সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে চাই।’

দীর্ঘদিন পরিচালক রেদওয়ান রনির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করা পরিচালক মুক্তা বললেন, ‘প্রচারণার অংশ হিসেবে মুক্তির আগ পর্যন্ত আমরা প্রতি শুক্রবারেই সিনেমার কিছু না কিছু প্রকাশ করব। হতে পারে পোস্টার, ছবি, টিজার বা গান।’

জানালেন, ছবির মূল গল্প তাঁরই।  তবে চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, সজীবসহ অনেকে। চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।