নতুন সুপারম্যান পরিচালনায় নোলান

চলতি বছরের ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল দি ডার্ক নাইটের পরিচালক ক্রিস্টোফার নোলানের ভাই, চিত্রনাট্যকার জোনাথন নোলান আসন্ন ‘সুপারম্যান: ম্যান অব স্টিল’ চলচ্চিত্রটি পরিচালনা করতে পারেন। এরই মধ্যে ক্রিস্টোফার ছবিটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন। কিন্তু প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্স প্রথমবারের মতো পরিচালনায় আসতে ইচ্ছুক জোনাথনকে দিয়ে ১৫০-২০০ মিলিয়ন ডলার বাজেটের সুপারম্যান পরিচালনা করাবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। তবে ভাই ক্রিস্টোফার তো সহায়তা করার জন্য আছেন—এই ভাবনা সুপারম্যান ভক্তদের আশ্বস্ত করেছে। কিন্তু গত সপ্তাহে হঠাত্ গুজব ছড়ায় হ্যারি পটার পরিচালক ক্রিস কলম্বাস সুপারম্যানের পরিচালক হওয়ার প্রস্তাব পেয়েছেন।সম্প্রতি একটি সূত্র জানিয়েছে, খবরটা ভুল। বরঞ্চ জোনাথনই ওই পদের জন্য এগিয়ে আছেন। ধারণা করা হচ্ছে, ওয়ার্নার ব্রাদার্স তাদের ‘গোল্ডেন বয়’ ক্রিস্টোফার নোলানকে খুশি রাখার জন্য ভিন্ন সিদ্ধান্ত নেবে না। তা ছাড়া জোনাথন নোলান নতুন সুপারম্যান ছবির প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন। এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা। শেষ পর্যন্ত যদি তাই হয়, জোনাথন নোলান (মেমেন্টো, দি ডার্ক নাইট) সফল চিত্রনাট্যকার থেকে সফল পরিচালক হতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা। অন্যদিকে, সুপারম্যান চরিত্রের অভিনেতার খোঁজে এখন অডিশন চলছে বলে জানা গেছে।