ফিরে দেখা বিটিএস

আবার কবে একসঙ্গে দেখা যাবে বিটিএসকে
ছবি: এএফপি

১৪ জুন রাতে আকস্মিকভাবেই আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেয় জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস। ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এক ভিডিও বার্তায় ব্যান্ড সদস্য সুগাও বলেন, ‘আমরা এখন আলাদা হয়ে যাব।’ মূলত ব্যান্ডের সদস্যের একক ক্যারিয়ার এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়।যদিও বলা হচ্ছে, ব্যান্ড সদস্যদের একক ক্যারিয়ার গড়তে এটা ‘সাময়িক বিরতি’। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন, এটা বিটিএস অধ্যায়ের কার্যত সমাপ্তির ঘোষণা। একনজরে দেখে নেওয়া যাক এ পর্যন্ত ব্যান্ডটির উল্লেখযোগ্য অর্জন

সিউলের রাস্তায় বিটিএস সদস্যদের ম্যুরাল

২০১৩: ১৩ জুন জে-হোপ, জিমিন, জিন, জ্যাংকক, আরএম, সুগা ও ভি—এই সাত সদস্য নিয়ে যাত্রা শুরু করে বিটিএস।
২০১৭: নিজেদের দেশ কোরিয়ায় ব্যাপক সাফল্যের পর ব্যান্ডটি দৃষ্টি দেয় সংগীতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রেও। প্রথম কে-পপ ব্যান্ড হিসিবে পারফর্ম করে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে।
২০১৮: বিলবোর্ড চার্টে সাফল্য। লাভ ইয়োরসেলফ: টিয়ার অ্যালবামের কল্যাণে প্রথম কে-পপ ব্যান্ড হিসেবে বিলবোর্ড অ্যালবাম চার্টের শীর্ষে জায়গা পাওয়া।
একই বছর বক্তব্য দেওয়ার আমন্ত্রণ আসে জাতিসংঘ থেকে। ব্যান্ডটি যুক্ত হয় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গেও।

প্রথম কোরীয় ব্যান্ড হিসেব গ্র্যামি মনোনয়ন পায় বিটিএস

২০১৯: যুক্তরাজ্য অ্যালবাম চার্টে সাফল্য। ম্যাপ অব দ্য সোল: পারসোনার কল্যাণে প্রথম কোরীয় ব্যান্ড হিসেবে ইউকে টপ চার্টের শীর্ষে জায়গা করে নেওয়া। এরপর লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দুটি শো করে।
‘সতেজ ও চাঙা’ হয়ে ফিরতে প্রথমবার বিরতি নেওয়া। তবে কয়েক সপ্তাহ পরই নতুন ট্যুর নিয়ে ফিরে আসে।
২০২০: হট ১০০-তে বাজিমাত। তুমুল জনপ্রিয় গান ‘ডিনামাইট’-এর কল্যাণে প্রথম কোরীয় ব্যান্ড হিসেবে বিলবোর্ড হট ১০০ টপ চার্টের শীর্ষে উঠে আসে। একই বছর লেডি গাগা, আরিয়ানা গ্রান্ডে, টেলর সুইফটের মতো তারকাদের হারিয়ে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বেস্ট পপ অ্যাওয়ার্ড পুরস্কার পায়।
‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’-এ টানা যুক্তরাষ্ট্রের সিঙ্গেল চার্টের শীর্ষে ওঠে।
একই বছর প্রথম কোরীয় ব্যান্ড হিসেব গ্র্যামি মনোনয়ন পায়।

এশীয় ব্যান্ড হিসেবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে আর্টিস্ট অব দ্য ইয়ার স্বীকৃতি পায় বিটিএস

২০২১: প্রথম এশীয় ব্যান্ড হিসেবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে আর্টিস্ট অব দ্য ইয়ার স্বীকৃতি পায়।
এ বছর গান থেকে দ্বিতীয়বারের মতো বিরতি নেয় ব্যান্ডটি। আগেরবারের মতো এবারও দ্রুত গানে ফেরে।
২০২২: চলতি জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউস সফরে যায়। যুক্তরাষ্ট্রে এশীয়বিরোধী হেট ক্রাইম থামাতে পদক্ষেপ নিতেই তাদের এ সফর।
আলাদা হওয়ার ঘোষণা। ১৪ জুন এক ভিডিও বার্তায় একক ক্যারিয়ারে মনোযোগী হওয়ার কথা জানায় বিটিএস।