পিটার হ্যাগ দুবাইয়ের একজন হোটেল ব্যবসায়ী। গেল বছর দুর্গা পূজার ছুটিতে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সারাক্ষণ তাঁর বাহুলগ্না হয়েছিলেন। তখনই তাঁরা আংটি বদল করেন। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সে সময় তাঁরা ঘোষণা দিয়েছিলেন বিয়েটা এখন সময়ের ব্যাপার মাত্র। সেই সময়টা এসেছে, এসে আবার চলেও গেছে নিরবে। দুজনে বিয়েথা করেছেন চুপিসারে। কাউকে জানাননি পর্যন্ত। মাসখানেকেরও বেশি আগে শুভ কাজটি করেছেন তাঁরা। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী সমপ্রতি টুইটার বার্তায় বাঁসি খবরটা দিলেন। বললেন, ‘প্রিয় ভক্তরা, অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সমপ্রতি আমি বিয়ে করেছি। পাত্রের নাম পিটার হ্যাগ। গত ২৩ জুলাই তারিখে অস্ট্রিয়ায় হাজার বছরের পুরোনো একটি গীর্জায় বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের আর্শিবাদ চাই। পাশাপাশি দেরিতে খবরটা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।’ ওয়েবসাইট।