Thank you for trying Sticky AMP!!

মস্কোতে 'শনিবার বিকেল' ও তিন তারকা

বিমানবন্দরে মোস্তফা সরয়ার ফারুকী, তিশা ও জাহিদ হাসান

‘আমরা মস্কো যাচ্ছি।’ কে কে যাচ্ছেন? ‘আমি, মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা।’ গত বৃহস্পতিবার বললেন ছোট ও বড় পর্দার তারকা জাহিদ হাসান। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আগেই জানিয়েছেন, তাঁর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। রাশিয়ার মস্কোতে ১৮ এপ্রিল শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। মস্কোতে ‘শনিবার বিকেল’ ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা ও জাহিদ হাসান। আজ সোমবার সকালে তাঁরা মস্কোর উদ্দেশে রওনা হন। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাহিদ হাসান।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। তিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ‘সিলভার বিয়ার’ জিতেছিলেন। ছবির কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল।

ছবিটি নিয়ে এর আগে প্রথম আলোকে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘দর্শক জানেন, প্রতি ছবিতেই আমি নিজেকে বদলাই। এবারও তেমনটাই দেখতে পাবেন। “শনিবার বিকেল” ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন। সবাই মিলে আমরা অমানুষিক পরিশ্রম করেছি।’

ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ কেন? মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার। আমাদের গল্পটা বিভীষিকার ব্যাকড্রপে বানানো হলেও আমাদের গল্পটা শেষ পর্যন্ত স্বপ্ন দেখায় আশা নিয়ে।’

মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট সিনেমা। এটা আসলে কী? তিনি বললেন, ‘আমাদের এই ছবিটা অর্গানিক্যালি সিঙ্গেল শট। এখানে কোনো ডিজিটাল কারুকাজ নেই। তবে কোথাও সিঙ্গেল শট বলতে চাইনি। কারণ, আমরা মনে করি, সিঙ্গেল শট অথবা মাল্টিপল শট—এটা খুব একটা আলোচনার বিষয় নয়। শেষ পর্যন্ত আলোচনার বিষয় হওয়া উচিত ছবিটা। যে কারণে আমরা এটাকে আলোচনার মধ্যে রাখতে চাইনি।’

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।