Thank you for trying Sticky AMP!!

রোমাঞ্চিত, উচ্ছ্বসিত এবং আনন্দিত

বাপ্পা মজুমদার, আরিফিন শুভ, রুনা খান, সাইমন সাদিক, আঁখি আলমগীর

আজ রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের নানা শাখায় এই দুই বছরের সেরাদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। একাধিকবার পুরস্কার পাওয়া তারকারা যেমন রোমাঞ্চিত, তেমনি প্রথমবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে যাবেন যাঁরা, তেমন কয়েকজন অভিনয় ও গানের তারকা ভীষণ রোমাঞ্চিত, উচ্ছ্বসিত, আনন্দিত বলে জানান।

গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায় চলচ্চিত্রে কাজ শুরু বাপ্পা মজুমদারের। সেই ছবিতে শুধু আবহ সংগীতের কাজটাই করেছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা। দ্বিতীয় সিনেমা সত্তার সব গানের সংগীত পরিচালনার পাশাপাশি আবহ সংগীতের কাজটি একাই করেন তিনি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা ছবিটিই তাঁর জীবনে এনে দেয় রাষ্ট্রীয় এই স্বীকৃতি। আনন্দিত বাপ্পা তাঁর স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া হোসাইনকে নিয়ে পুরস্কার গ্রহণ করতে যাবেন। বললেন, ‘এটা অনেক বড় প্রাপ্তি। দেশের সবচেয়ে বড় পুরস্কার। নিঃসন্দেহে অনেক আনন্দের ব্যাপার।’

তৌকীর আহমেদ পরিচালিত হালদায় অভিনয় করে রুনা খান পাচ্ছেন ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা। যুগ্মভাবে এই বিভাগে পুরস্কৃত হচ্ছেন সুবর্ণা মুস্তাফাও। গতকাল শনিবার সন্ধ্যায় রুনা জানান, প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণের সময় মেয়ের পাশাপাশি স্বামী এবং মা–বাবাও তাঁর সঙ্গে থাকবেন। রুনা বলেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা।’

গানের শিল্পী আঁখি আলমগীর এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। পেশাদার সংগীতজীবনের ২৫ বছর পার করেছেন তিনি। তাই প্রাপ্তির আনন্দটা অনেক বেশি। বাবা আলমগীর পরিচালিত ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি সিনেমার গল্প সিনেমায় রুনা লায়লার সুর করা ‘গল্প কথার ঐ...’ শিরোনামের গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আঁখি। পুরস্কারপ্রাপ্তি বিষয়ে তিনি বলেন, ‘খবরটি শোনার পর যে অনুভূতি হয়েছে, তা সীমাহীন আনন্দের। এটা প্রকাশের সত্যিকারের ভাষা আমার জানা নেই। আমার মা ছিলেন আমার বাসায়। মা-মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদছিলাম। এ আনন্দের কান্না।’

২০১৭ সালে মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক ছবিতে শাকিব খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন আরিফিন শুভ। বিষয়টিতে তিনি রোমাঞ্চিত। শুভ বলেন, ‘যখন কাজ করি, মাথায় তো পুরস্কারের বিষয়টি থাকে না। কাজটাই করে যাওয়ার চেষ্টা করি। তারপরও বলছি, অবশ্যই ভালো লাগছে। এর আগে বিভিন্ন পুরস্কার পেয়েছি। যেহেতু জাতীয় পর্যায়ের স্বীকৃতি, তাই ভালো লাগাটা বেশি।’

মোস্তাফিজুর রহমান পরিচালিত ২০১৮ সালে মুক্তি পাওয়া জান্নাত ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা নায়কের পুরস্কার পাচ্ছেন সাইমন সাদিক। এই পুরস্কার তিনি যুগ্মভাবে পাচ্ছেন হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক ফেরদৌসের সঙ্গে। সাইমন বলেন, ‘প্রথমবার জাতীয় পুরস্কার, তাই উচ্ছ্বাসটা বেশি। আমি কী বলব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। জীবনের প্রথম বড় পুরস্কার, প্রধানমন্ত্রীর হাত থেকে নেব—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।’