নারীর প্রতি সহিংসতার অবসান, যৌন হয়রানি প্রতিরোধ এবং পৃথিবীকে সম্পূর্ণ নিরাপদ করে গড়ে তোলার আহ্বান নিয়ে গতকাল অনুষ্ঠিত হলো সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কনসার্ট। শুক্রবার বিকেলে কনসার্টে প্রিয় সংগীত তারকার সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাজার তরুণ শপথ নিয়েছে, ‘নারীর প্রতি সহিংসতা নয়, সত্যিকার পুরুষ কখনো নারীর প্রতি সহিংস হতে পারে না।’ আর্মি স্টেডিয়ামে বামবা-ইউএনএফপিএ আয়োজিত কনসার্টের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। নারীর প্রতি সহিংসতা অবসানের লক্ষ্যে সরকারি প্রয়াসের উল্লেখ করে তিনি জানান, বখাটে দমনের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন ধারা সংযোজনের কথা বিবেচনা করছে সরকার। নারীর প্রতি সহিংসতার অবসানে নারীর পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসতে হবে। ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন এ ধরনের একটি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দ অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সত্যিকারের পুরুষ সে-ই, যে নারীকে সম্মান করে।’ অনুষ্ঠানের শুরুতে মঞ্চে সব ব্যান্ডের সদস্যরা নারীর প্রতি সহিংসতার অবসানের আহ্বান জানিয়ে রচিত গান ‘আর নয়’ গেয়ে শোনান। পরে একে একে গান করে এলআরবি, সোলস, মাইলস, নগরবাউল, পাওয়ারসাজং, মেটালমেইজ, ক্রিপটিক ফেইট, প্রমিথিউস, ওয়ারফেইজ, অর্থহীন, লালন ও আর্টসেল।