Thank you for trying Sticky AMP!!

সিনেমা বানিয়ে লাখ টাকার পুরস্কার জিতুন

প্রথমআলোডটকম প্রেজেন্টস `কোয়ারেন্টিন শর্টফিল্ম ফেস্ট ২০২০` আয়োজন করেছে চা সিঙ্গারা নামের একটি প্রতিষ্ঠান।

ঘরবন্দী তরুণদের জন্য এসেছে সিনেমা বানিয়ে পুরস্কার লাভের সুযোগ। প্রথমআলোডটকম প্রেজেন্টস 'কোয়ারেন্টিন শর্টফিল্ম ফেস্ট ২০২০' আয়োজন করেছে চা সিঙ্গারা নামের একটি প্রতিষ্ঠান। সহযোগিতায় গ্রে ও অ্যাপলবক্স। এই আয়োজনে সিনেমা বানিয়ে পেতে পারেন আড়াই লাখ টাকার বেশি পুরস্কার।

৩০ বছরের নিচে বাংলাদেশি নাগরিকদের যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ১ মে থেকে ৩১ মে পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য যেতে পারেন এই লিংকে

প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা। বিচারক থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী জয়া আহসান, চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু, বিজ্ঞাপন বিশেষজ্ঞ গাউসুল আলম শাওন এবং নির্মাতা আবু শাহেদ ইমন। এ ছাড়া বিজয়ী ১০টি সিনেমা প্রথমআলোডটকমের সহযোগিতায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে।