লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে আগেই ঠাঁই পেয়েছে অমিতাভ বচ্চনের মোমের মূর্তি। এবার হংকংয়ের জাদুঘরে অমিতাভের স্থায়ী মূর্তি রাখা হলো। ভারতীয় কোনো চিত্রতারকার মূর্তি এই প্রথম হংকংয়ের জাদুঘরে ঠাঁই পেল। আর অমিতাভ হলেন দ্বিতীয় ভারতীয়। এখানে প্রথম স্থান পায় মহাত্মা গান্ধীর মূর্তি। হংকংয়ের এক পাহাড়ের ওপর অবস্থিত এই গ্যালারি।