Thank you for trying Sticky AMP!!

৬০ প্রেক্ষাগৃহে ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’

একসঙ্গে ৬০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তারকাবহুল ছবি ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। ছবিটির পরিচালক এফ আই মানিক প্রথম আলো ডটকমকে বলেন, ‘২০০৮ সালের শেষের দিকে ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবিটির শুটিং শুরু করেছিলাম। কাজ শেষ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আবার ছবির শুটিং শেষ হওয়ার পরও মুক্তি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য বারবার ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে। অবশেষে একসঙ্গে কাল সারা দেশের ৬০ টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে অনেক ভালো লাগছে । ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবির মাধ্যমে ৩৫ বছর পর একসঙ্গে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা ও আলমগীর। ১৯৭৮ সালে দিলীপ বিশ্বাস পরিচালিত ‘জিঞ্জির’ ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন দেশের চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেতা। এ প্রসঙ্গে পরিচালক এফ আই মানিক বলেন, ‘বড় মাপের এই তিন গুণী অভিনেতাকে একই ছবিতে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সব মিলিয়ে কাজটি শেষ করতে ছয় বছর লেগেছে। এখন ছবিটি দেখে দর্শকদের ভালো লাগলেই আমার কষ্টটা সার্থক হবে।’পরিচালনার পাশাপাশি ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবিটি পরিচালনাও করেছেন এফ আই মানিক। এটি তাঁর প্রযোজিত প্রথম ছবি। ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবির অভিনয়শিল্পীরা হলেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, শাকিব খান, পূর্ণিমা, সুচরিতা, শান্তা ইসলাম, সম্রাট, আহমেদ শরীফ, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু, রেহানা জলি, আমির সিরাজী, আদিল, শওকত, দেলোয়ার, জ্যাকি আলমগীর, মাস্টার সুমন ও শানু শিবা। ফিম ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবির কাহিনি লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনাট্য এফ আই মানিক, সংলাপ মো. রফিকুজ্জামান, চিত্রগ্রহণে মোস্তফা কামাল, সংগীত আলাউদ্দিন আলী, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য পরিচালক মাসুম বাবুল, অ্যাকশন আরমান ও চুন্নু এবং স্থিরচিত্রে জাকির হোসেন।