
সিনেমা হলে মুক্তির সময় বেশ কয়েকবার পাইরেসির কবলে পড়ে দুই বাংলার জনপ্রিয় মুখ আরিফিন শুভ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘আহা রে’। জি বাংলা টেলিভিশনে প্রিমিয়ারের সময় একইভাবে আবারও পাইরেসির কবলে পড়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ছবিটি আপলোড দেওয়া হয়। ছবিটি এবার ভারতের একটি অনলাইন ফেস্টিভ্যাল থেকে আবারও ৯ জুন পাইরেসির মুখে পড়ে। এ প্রসঙ্গে ছবির অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘পাইরেসি বন্ধ করানোটা তো আমাদের হাতে নেই। এটা নতুন কিছু নয়। আমি হতাশ, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা প্রযোজকের দিক থেকেও চিন্তা করে ঠিক নয়। কারণ, এখানে আর্থিক অনেক বিষয় জড়িত। এটা মানুষের নৈতিকতার বিষয়।’
গত বছরের ২২ ফেব্রুয়ারি ‘আহা রে’ ছবিটি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। সে সময় বেশ আলোচনায় আসে ‘আহা রে’। ছবিটি সিনেমা হলে টানা ১০০ দিন চলে। নতুন রূপে দেখা যায় বাংলাদেশি নায়ক আরিফিন শুভকে। সে সময় অনেক সমালোচক ছবিটিকে এই দশকের সেরা প্রেমবিষয়ক চলচ্চিত্র বলে অভিহিত করেছেন।
ভারতজুড়ে চলছে লকডাউন। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের ঘরে থেকেই বিনোদন দিতে ৭ জুন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। এ উৎসবের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পায় ‘আহা রে’। সঙ্গে আরও দুটি ছবি দেখানো হচ্ছে। দুই দিনের মাথায় উৎসব থেকে ছবি পাইরেসি করে কে বা কারা ইউটিউবে তুলে দিয়েছে। পাইরেসি হওয়া প্রসঙ্গে ‘আহা রে’ ছবির নির্মাতা রঞ্জন ঘোষ কলকাতা থেকে মুঠোফোনে বলেন, ‘ছবিটি এবার দিয়ে ১০ থেকে ১২ বার পাইরেসির কবলে পড়ল। সিনেমা হল এবং জি বাংলায় দেখানোর সময়ও পাইরেসি হয়েছে। আমার মনে হয়, এটা ঠিক নয়। একটা ছবির ব্যবসায়িক দিক আছে। সেখানে একটি ছবি কেউ অন্য কোথাও থেকে নিয়ে ইউটিউবে ছেড়ে দেওয়া একটি নীতিঘটিত অপরাধ।’ পাইরেসির জন্য কী ধরনের ব্যবস্থা নেবেন জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘দেখার সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক করেছি। অভিযোগ জানিয়েছি। আশা করছি, এক–দুই দিনের মধ্যেই উঠে যাবে। কিন্তু যাঁরা অন্যের ছবি দিয়ে ফায়দা লুটতে চান, তাঁদের আইনের আওতায় আনা উচিত। তাঁদের ট্র্যাক করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’ ছবিটি আড়াই ঘণ্টার হলেও উৎসবের কথা ভেবে এখন দুই ঘণ্টা করা হয়েছে। পরে এটি অনলাইনে সম্পূর্ণ আড়াই ঘণ্টা মুক্তি দেওয়া হবে। এই সময় এই নির্মাতা আরও বলেন, ‘এমন নয় যে ছবিটি দেখতে এখন টাকা লাগছে। বিনা পয়সায় ভালো প্রিন্টের এই ছবি যে কেউ চাইলে ভিমিওতে গিয়ে দেখতে পারেন। সে জন্য মানুষকে বিশ্বাস করে প্রযোজকের সঙ্গে কথা বলে অনলাইনে রেখেছিলাম। বেশ সাড়া পাচ্ছিলাম। আমরা ভাবিনি এটা পাইরেসি হবে।’
নায়ক আরিফিন শুভ ‘আহা রে’ চলচ্চিত্রটি অনলাইন উৎসবে দেখানো প্রসঙ্গে বলেন, ‘ছবিটি বাংলাদেশে মুক্তি পায়নি। অনেক দর্শক ছবিটি দেখার জন্য অপেক্ষা করেছেন। আমি পোস্ট শেয়ার করছি। আমার যারা দর্শক আছে, তাদের কাছ পর্যন্ত তথ্যটি পৌঁছানোর জন্য। যেহেতু এখন অনলাইনে আছে, যে কেউ চাইলে দেখতে পারবে। ইতিমধ্যে অনেকেই ছবিটি দেখে ফোন দিচ্ছে। তাদের ভালো লাগার কথা জানাচ্ছে। কিন্তু এতটা সাড়া পাব ভাবিনি। এটাই ভালো লাগছে।’
৭ জুন শুরু হওয়া এ উৎসবে ১৪ জুন পর্যন্ত দেখা যাবে ‘আহা রে’। এরপর একটি অনলাইন প্ল্যাটফর্মে টাকা দিয়ে দিয়ে দেখতে হবে দর্শকদের, এ তথ্য জানালেন নির্মাতা।
‘আহা রে’ ছবিতে আরিফিন শুভর চরিত্রের নাম ফারাজ চৌধুরী। ডাকনাম রাজা। ঢাকার একজন স্বনামধন্য শেফ আর কলকাতার একজন রন্ধনশিল্পীর পরিচয়, বোঝাপড়া, প্রেমে জড়ানো এবং বিভিন্ন ঘটনা, স্মৃতির মধ্য দিয়ে এগিয়ে চলে দর্শকদের ভালো লাগার ‘আহা রে’ ছবির বাকি গল্প। ছবিটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে প্রমুখ।