মন জানা পৃথিবীকে পরিবর্তনের চেষ্টা করার মতোই গুরুত্বপূর্ণ
মনজুর কাদের
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের মনকে জানা পৃথিবীকে পরিবর্তনের চেষ্টা করার মতোই গুরুত্বপূর্ণ।’
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী অপি করিম এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিজের স্থাপত্যবিদ্যার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটে তাঁর। এই অভিনয়শিল্পী তাঁর ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন পোস্ট করেছেন, ‘মেঘমল্লারে সারা দিনমান, বাজে ঝরনার গান। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা–মন চায়, মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে।’
বিজ্ঞাপন
চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী এখন কনটেন্ট বানিয়ে বেশি আলোচনায় থাকেন। দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্র নির্মাণে তাঁকে দেখা যাচ্ছে না। এর মধ্যে অবশ্য নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন, তবে বিস্তারিত কিছুই জানাননি। এই পরিচালকের বানানো কনটেন্টে সমসাময়িক বিভিন্ন ইস্যুও আসে। আজ তিনি ফেসবুকে লিখেছেন, ‘মানুষ অ্যাকশন দেখতে চায় ভাষণ নয়, মানুষ শাকসবজি চায় ইলিশ নয়।’ একসময়ের জনপ্রিয় গায়িকা আজমেরী নির্ঝর এখন স্থায়ীভাবে প্যারিসে থাকেন। আজমেরী নির্ঝরের কণ্ঠেও ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। ২০০৫ সালে হাবিব ওয়াহিদের সংগীতায়োজনে গানটি গেয়ে দর্শকের নজর কাড়েন তিনি। প্রবাসে থাকার কারণে দীর্ঘদিন ধরে গান প্রকাশে নেই তিনি। একসময়ের জনপ্রিয় এই গায়িকা ফেসবুকে লিখেছেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল শ্রেয়।’