অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

অচেনা লুকে ধরা দিলেন তারকা দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে; অ্যাকশনের ভঙ্গিতে তোলা তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

তাঁকে শাড়িতেই বেশি দেখা যায়। সচরাচর কল্যাণীকে এমন লুকে দেখা যায় না। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার এই অবতারকে আপনাদের সঙ্গে পরিচয় করাইনি।’
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
ছয় দিনের ব্যবধানে প্রায় ১০ লাখ রিঅ্যাক্ট পড়েছে। অনেকে লিখেছেন, ‘একদম আলাদা লাগছে।’
২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিষেক হয় তাঁর
তবে ২০২২ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘হৃদায়ম’ দিয়ে ব্যাপক পরিচিতি পান কল্যাণী
দক্ষিণি সিনেমায় অভিনয়ের কল্যাণে এই তরুণ অভিনেত্রী বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যাও কম নয়