ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন, ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
‘উৎসব’ সিনেমা দিয়ে প্রশংসা পাচ্ছেন জয়া আহসান। সিনেমাটি ২৭ তারিখ থেকে দেশের বাইরের প্রবাসী দর্শক দেখতে পারবেন। সেটা ভক্তদের জানিয়ে জয়া লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মানুষজন, রেডি তো? এবার উৎসব আসছে অস্ট্রেলিয়ায়, ২৭ জুন থেকে। অগ্রিম টিকিট সংগ্রহ করুন এখনই।’অভিনেতা ইমতিয়াজ বর্ষণ উৎসব সিনেমা নিয়ে লিখেছেন, ‘অথচ এই রকম কাটাকাটি–মারামারি, কোপাকুপি-চাপাতি–গালিগালাজ–নাচাগানা আইটেম ছাড়া সিনেমা হওয়া সত্ত্বেও সেকেন্ড টাইম দেখার জন্য কোনো শোর টিকিটই পাচ্ছি না।’
বিজ্ঞাপন
৩. তরুণ অভিনেত্রী পারসা ইভানা অভিনয় থেকে কিছুটা দূরে। এ নিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা যেমন আমাকে মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূর দেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে। শুধু আপনাদের জন্য, যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি। জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে। নতুন করে, নতুন রূপে। দোয়া চাই।’
বিজ্ঞাপন
মনোজ প্রামাণিক এখন কোরিয়ায় ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন। সেখান থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘উডো দ্বীপ, অসাধারণ সামুদ্রিক প্রাকৃতিক দৃশ্য, একটু রহস্যের ছোঁয়া আর স্নিগ্ধ বাতাস, যা কল্পনা করেছিলাম, বাস্তবে তার চেয়েও বেশি। সমুদ্রের ধার দিয়ে সাইকেল চালিয়ে মনটা ভালো হয়ে গিয়েছে।’শুটিংয়ে গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম। এই ফাঁকে জমে গেল আড্ডা। সেই ছবি পোস্ট করে অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর লিখেছেন, ‘আবহাওয়াটা জোশ।’