আরিফিন শুভ
আরিফিন শুভ

শুভর হাতে আঁকা সেই ট্যাটুতে কী লেখা জানেন

ইনস্টাগ্রামে নিয়মিত চিত্রনায়ক আরিফিন শুভ। বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের তাঁর কাজের খবরাখবরও দেন। এই তারকার হাতে রয়েছে একটি ট্যাটু। বিভিন্ন সময় প্রকাশিত স্থিরচিত্রে শুভর এই ট্যাটু দেখে থাকেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। চলুন জেনে নেওয়া যাক, কী লেখা আছে সেই ট্যাটুতে—
চিত্রনায়ক আরিফিন শুভ খুব বেছে কাজ করেন। শরীরের ব্যাপারেও তিনি বেশ সচেতন। ফিটনেস ঠিক রাখতে নিয়মিত জিমে যান। জিমে সময় কাটানোর কিছু কিছু মুহূর্ত তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন। তেমনি জিম করার স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করে মনের ভেতর জমে থাকা কথা ক্যাপশনে লিখেছেন, ‘একজন ভাঁড়কে ভাঁড়ের মতো আচরণ করার জন্য দোষ দিয়ো না, বরং নিজেকে প্রশ্ন করো, তুমি বারবার সার্কাসে যাচ্ছ কেন? কেন?’
আরেক পোস্টে এসব স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে শুভ লিখেছেন, ‘নিজেকে ভালোবাসো।’ সেসব স্থিরচিত্রে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ, সবচেয়ে স্মার্ট, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার।’
একসময় র‍্যাম্প মডেলিং করা আরিফিন শুভ বেশ কিছুদিন রেডিও জকির কাজও করেছেন। পরে কাজ করেন নাটকে। ফুটবল খেলাকেন্দ্রিক চলচ্চিত্র ‘জাগো’ দিয়ে ২০১০ সালে ঢালিউডে তাঁর অভিষেক ঘটে। এরপর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সঙ্গে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘আহারে’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘অস্তিত্ব’ শিরোনামের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। গেল ঈদে এই তারকার ‘নীলচক্র’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে।
‘নীলচক্র’ ছবিটি মুক্তির পর নতুন করে আলোচনায় আরিফিন শুভ। এরই মধ্যে তিনি বলিউডে শেষ করেছেন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস ও রায়হান রাফী পরিচালিত দুটি চলচ্চিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা আরিফিন শুভর স্থিরচিত্র দেখে থাকেন, তাঁরা ডান হাতের ট্যাটু নিশ্চয়ই খেয়াল করেছেন। বেশ কয়েক বছর আগে আরিফিন শুভ তাঁর হাতের ট্যাটু করিয়েছেন। সেখানে তিনি রোমান নৃপতি জুলিয়াস সিজারের একটি কথা লিখে রেখেছেন—‘ভিনি, ভিডি, ভিসি’; যার অর্থ ‘এলাম, দেখলাম, জয় করলাম।’