মন্দিরা চক্রবর্তী
মন্দিরা চক্রবর্তী

আবেদনময়ী লুকে মন্দিরা, রইল ১২ নতুন ছবি

এ বছরের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’। এরপর কী করছেন, তা জানা যায়নি। শোনা যাচ্ছে, নতুন ছবিতে অভিনয়ের প্রস্তুতি চলছে। শুটিং শুরুর আগে এসব নিয়ে কথা বলতে চান না। সিনেমায় অভিনয়ের ব্যস্ততা না থাকলেও ফেসবুকে মোটামুটি সরব এই তারকা। নতুন ফটোশুটের ডজনখানেক স্থিরচিত্র পোস্ট করেছেন, চলুন দেখে নেওয়া যাক আবেদনময়ী লুকের ১২টি ছবি।
‘নিজেকে এমনভাবে উপস্থাপন করো, যেন সবাই তোমার জন্য পাগল হয়ে থাকে’—এমন ক্যাপশনে নিজের তোলা ডজনখানেক স্থিরচিত্র পোস্ট করেছেন মন্দিরা চক্রবর্তী।
মন্দিরার পোস্ট করা সেসব স্থিরচিত্রে চার হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য এসেছে শতাধিক। বেশির ভাগ মন্তব্যে মন্দিরাকে আবেদনময়ী হিসেবে ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা আখ্যায়িত করেছেন।
কথা হয় মন্দিরার সঙ্গে। জানান, চার দিন আগে এই ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ফটোশুটের ক্ষেত্রে তিনি অনুসরণ করেছেন হলিউডের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী কাইলি জেনারকে।
মন্দিরা বলেন, ‘শুধু মডেল হিসেবেই নয়, অভিনয়েও কাইলি জেনার আমার খুব পছন্দের। তা ছাড়া একজন উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্বকে হিসেবে তাঁকে আমার ভালো লাগে। আমি প্রায়ই ফটোশুটে তাঁকে অনুপ্রেরণা হিসেবে নেই।’
কথা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘আমি এখন ঢাকার বাইরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছি। এর মধ্যে হঠাৎ ফেসবুকে ঢুঁ মেরে দেখি, সবাই নতুন ফটোশুটের ছবিগুলো দেখে তাঁদের মতামত জানিয়েছেন। প্রশংসা করে নানা কথাও লিখছেন। আমিও ভীষণভাবে অনুপ্রাণিত।’
মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন মন্দিরা। এরপর ‘কাজলরেখা’ ছবিটি তাঁকে আরও পরিচিতি এনে দেয়। এতে তাঁর বিপরীতে ছিলেন শরীফুল রাজ।
‘কাজলরেখা’ ছবির মন্দিরা অভিনয় করেন ‘নীলচক্র’ ছবিতে। এতে তিনি অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটি দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হয়।
ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা চক্রবর্তী। কাছের বন্ধুরাও তাঁকে নায়িকা বলেই ডাকতেন। নাচের প্রতি ঝোঁক ছিল বেশি। তাই প্রথমে নাচের মাধ্যমেই বিনোদন অঙ্গনে আসা।
নাচের রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পাওয়ার পর অভিনয়ে যুক্ত হন। এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘নীলচক্র’। এই ছবির পর আলোচনায় উঠে এসেছেন মন্দিরা।
‘নীলচক্র’ ছবির পর মন্দিরার কাছে অর্ধডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে বলে জানালেন তিনি। তবে এখনো সিদ্ধান্ত নেননি, কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্দিরা বলেন, ‘এখনই তা প্রকাশ করতে চাই না। কথাবার্তা চূড়ান্ত হোক, তবেই ধীরে ধীরে জানাব।’