Thank you for trying Sticky AMP!!

জাংকুক

গান নকলের অভিযোগ, জাংকুকের অস্বীকার

বিলবোর্ডের তালিকায় রীতিমতো রাজত্ব করছে বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’, টানা পাঁচ সপ্তাহ ধরে গানটি ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকার শীর্ষে রয়েছে। আলোচিত এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। খবর কোরিয়া টাইমসের

১৯৯৯ সালে মুক্তি পাওয়া কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’–এর আলোচিত গান ‘টাইম অব মাস্ক’–এর সঙ্গে জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে। গানটি নিয়ে বিতর্কের মুখে জাংকুকের এজেন্সি বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি সত্য নয়, এর কোনো ভিত্তি নেই।

গত ১৪ জুলাই জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েন জাংকুকের ভক্তরা। অল্প সময়ের ব্যবধানে বিটিএসের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেছে গানটি। পাশাপাশি স্পটিফাইয়ের ‘উইকলি টপ সং গ্লোবাল’ তালিকার শীর্ষে ছিল ‘সেভেন’।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী তারকা জাংকুক। বিটিএসের কনিষ্ঠতম সদস্য হিসেবে ২০১৩ সালে ব্যান্ডটিতে যোগ দেন তিনি।

Also Read: অ্যালবাম নয়, প্রথম একক গান নিয়ে আসছেন জাংকুক