
বলিউডের উঠতি তারকা অনন্যা পান্ডেকে সম্প্রতি অদ্ভুত এক ব্লেজার-স্কার্টে দেখা গেল। এই পোশাকের কয়েকটি ছবি পোস্ট করেছেন ফ্যাশন ডিজাইনার লক্ষ্মী লেহর।
ছবিতে দেখা যাচ্ছে একটি পিনস্ট্রাইপ ব্লেজার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন অনন্যা। শনিবার রাতে বেড়াতে বের হওয়ার জন্য লক্ষ্মীর কাছে একটা যুতসই পোশাক চেয়েছিলেন তিনি। ফ্যাশন ডিজাইনার লক্ষ্মী তাঁকে বানিয়ে দিয়েছেন পিনস্ট্রাইপ ব্লেজার আর স্টাইলিশ স্লিট স্কার্ট, যেন ব্লেজারের নিচের অর্ধেক কেটে বানানো হয়েছে আপসাইকেল স্কার্ট। ব্লেজারের নিচ থেকে উঁকি দিচ্ছিল তাঁর কালো লেসের অন্তর্বাস। পায়ে ছিল কালো স্ট্র্যাপি হিল ও গলায় নেকপিস।
অনন্যাকে সর্বশেষ দেখা যায় ‘খালি পিলি’ ছবিতে। সম্প্রতি এ তারকা আরও কয়েকটি কাজে যুক্ত হয়েছেন। দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে শকুন বাত্রার নতুন ছবির শুটিং শেষ করেছেন অনন্যা।
কাজ শেষে ছবির টিমের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘মুহূর্তগুলো অস্পষ্ট হয়ে গেছে কিন্তু অনুভূতিগুলো এখনো জ্বলজ্বলে। আপনাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আনন্দ-ভালোবাসা-খুনসুটির সঙ্গে শুটিং করতে করতে কখন যেন আমরা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। এখানে ভীষণ স্বাধীনভাবে আর আরামে কাজ করেছি, সবার অনেক আদর পেয়েছি।’