Thank you for trying Sticky AMP!!

আমির খানের জন্য অডিশনের মুখে কারিনা

‘থ্রি ইডিয়টস’ ছবির পর আবার একসঙ্গে কাজ করছেন কারিনা কাপুর খান ও আমির খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কারিনা কাপুর খান ২০০০ সালে প্রথম অভিনয় করেন ‘রিফিউজি’ ছবিতে। প্রথম হলেও সেই ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিতে হয়নি আজকের এই জনপ্রিয় বলিউড তারকাকে। কিন্তু ১৯ বছর পর তাঁকে প্রথম অডিশনের মুখোমুখি হতে হলো। ছবির নাম ‘লাল সিং চাডঢা’। হলিউডের আইকনিক ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। যৌথভাবে প্রযোজনা করছেন আমির খান ও কিরণ রাও। পরিচালক অদ্ভেদ চন্দন। এখানে দুবার অস্কারজয়ী টম হ্যাঙ্কসের চরিত্রে অভিনয় করছেন আমির খান। গত ১ অক্টোবর এই ছবির শুটিং উদ্বোধন করেছেন আমির খানের মা জিনাত হুসেইন।

শুটিং শুরু হওয়ার আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, ‘এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে রীতিমতো অডিশন দিতে হয়। আমির আমার ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে চেয়েছেন। একদিন হঠাৎ আমাকে ফোন করে বললেন, “আমি চাই, তুমি এই ছবির চিত্রনাট্য শোনো।” বুঝতে পারি, ছবিটি নিয়ে তিনি ভীষণ এক্সসাইটেড। তাঁর পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলকভাবে ছবির কিছু দৃশ্যের কাজ করেছি। এটা ছিল শুটিং শুরু করার আগে আমার অডিশন।’

‘রিফিউজি’ ছবি নিয়ে ৩৯ বছর বয়সের কারিনা কাপুর খান বললেন, ‘সেই ছবিতে অভিনয়ের জন্য আমাকে কোনো অডিশন দিতে হয়নি। এখন সময় বদলাচ্ছে। সাইফও আমাকে বুঝিয়েছে, বিখ্যাত অভিনেতা আল পাচিনোও নাকি নতুন কোনো চরিত্রে অভিনয়ের জন্য আগে অডিশন দেন। বুঝতে পারি, যে চরিত্রে কাজ করতে যাচ্ছি, অভিনেতা হিসেবে সেই চরিত্র আমার জন্য কতটা যথাযথ, তা আগে থেকে নিশ্চিত হওয়া খুব জরুরি।’

১৯ বছর পর প্রথম অডিশনের মুখোমুখি হতে হলো কারিনা কাপুর খানকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আগামীকাল শুক্রবার সারা ভারতে মুক্তি পাবে কারিনা কাপুর খান অভিনীত ছবি ‘গুড় নিউজ’। এই ছবির প্রচারণায় এসে তিনি কথা বলেছেন বার্তা সংস্থা পিটিআইর সঙ্গে। বলেছেন, ‘“লাল সিং চাডঢা” আমার কেরিয়ারের প্রথম ছবি, যেখানে অভিনয়ের জন্য অডিশন দিয়েছি। এর আগে কোনো ছবির জন্য আমাকে এমনটা করতে হয়নি। আমির খানের জন্য রাজি হয়েছি। অন্য কারও জন্য তা করতাম না।’ জানালেন, ‘থ্রি ইডিয়টস’ ছবির পর আবার তাঁরা একসঙ্গে কাজ করছেন।

আমির খানকে খুবই প্যাশনেট আর দক্ষ অভিনেতা বলে অভিহিত করেছেন কারিনা কাপুর খান। বললেন, ‘তাঁর মতো এমন অভিনেতা ভারত আগে দেখেনি। আমি তাঁর বড় ভক্ত।’

কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘গুড নিউজ’ ছবিটা মুক্ত পাবে আগামীকাল শুক্রবার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘ফরেস্ট গাম্প’ উপন্যাস লিখেছেন মার্কিন লেখক উইনস্টন গ্রুম, ১৯৮৬ সালে। পরে ১৯৯৪ সালে সেই উপন্যাস অবলম্বনে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেমেকিস। ছবিটি সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেতাসহ ছয়টি বিভাগে অস্কার জিতেছে। পেয়েছে আরও অসংখ্য পুরস্কার। এবার হিন্দি ভাষায় চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করছেন অদ্ভেদ চন্দন। প্রযোজনা করছে যৌথভাবে ভায়াকম এইটিন স্টুডিও আর আমির খান প্রোডাকশনস। আশা করা যাচ্ছে, ২০২০ সালে বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে।