আরিয়ান মামলার মূল সাক্ষীর হঠাৎ মৃত্যু

আরিয়ান খান
ছবি: ইনস্টাগ্রাম

করডেলিয়া প্রমোদতরি মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তারের পর প্রভাকর সেলের নাম উঠে এসেছিল। এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন প্রভাকর। জানা গেছে, গতকাল অর্থাৎ শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
প্রভাকর সেলের আইনজীবী তুষার খন্ডারে জানিয়েছেন, প্রভাকর সেল চেম্বুরের মাহুল এলাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। প্রভাকরের লাশ আন্ধেরিতে তাঁর নিজের বাসায় আজ নিয়ে আসা হবে। আর সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এখন প্রশ্ন, কে এই প্রভাকর সেল? আরিয়ানের মাদক-কাণ্ড মামলার স্বাধীন সাক্ষী প্রভাকর ছিলেন কেপি গোসাবীর ব্যক্তিগত দেহরক্ষী। কেপি গোসাবী সেই ব্যক্তি, যিনি কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দপ্তরে আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় উঠে এসেছিলেন।

এই সেলফি নেট দুনিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছিল। শুধু তা–ই নয়, প্রভাকর সেল হলফনামায় এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়ানখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। আর তাঁর এই বয়ানের পর এনসিবির তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রভাকর জানিয়েছিলেন, সমীর ওয়ানখেড়ে স্বাধীন সাক্ষী কেনার চেষ্টা করেছিলেন। এর পরপরই সমীরকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। প্রভাকর আরও অভিযোগ এনেছিলেন যে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য এনসিবির পক্ষ থেকে তাঁকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

প্রভাকর সেলকে আরিয়ানের মাদক-কাণ্ড মামলার মূল সাক্ষী হিসেবে ধরা হয়েছিল। প্রভাকরের অভিযোগের ভিত্তিতে এই মামলায় ২৫ কোটি রুপি আর্থিক লেনদেনের কথা চর্চায় উঠে এসেছিল। প্রভাকর অভিযোগ করেন যে গোসাবী আর এই মামলার অন্যতম সাক্ষী স্যাম ডি’সুজাকে সমীর কাজে লাগিয়ে শাহরুখের থেকে ২৫ কোটি আদায়ের জন্য ষড়যন্ত্র করেছিলেন।

আর এই ২৫ কোটির মধ্যে সমীরের জন্য ৮ কোটি রুপি নেওয়ার কথা হয়েছিল বলে প্রভাকর জানিয়েছিলেন। প্রভাকর তাঁর হলফনামায় বলেছিলেন, সমীর জোর করে কিছু কাগজপত্রে তাঁকে দিয়ে স্বাক্ষর করিয়েছিলেন। এক ভিডিও সাক্ষাৎকারে প্রভাকর জানিয়েছিলেন, এই বয়ানের পর তাঁর জীবন বিপন্ন হতে পারে। তাঁর আকস্মিক মৃত্যুতে নানা প্রশ্ন সামনে এসেছে।