Thank you for trying Sticky AMP!!

এবার চা ইন-হার মরদেহ পাওয়া গেল

দক্ষিণ কোরিয়ার সিউলে নিজ বাড়ি থেকে চা ইন-হার মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার। ছবি: ইনস্টাগ্রাম

প্রথমে গায়িকা সুলি। তারপর সুলির বান্ধবী, আরেক পপ তারকা গু হারা। আর এবার অভিনয়শিল্পী চা ইন-হা। দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতে হচ্ছেটা কী! একের পর এক অপঘাতে মৃত্যুর সংবাদে শোকাবহ কোরীয় মিডিয়া। সেই শোক স্পর্শ করেছে আন্তর্জাতিক মিডিয়াকেও। বিবিসির প্রতিবেদন অনুসারে, ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় চা ইন-হাকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর।

গতকাল চা ইন-হার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল এই ছবি। ছবি: ইনস্টাগ্রাম

চা ইন-হাকে সর্বশেষ দেখা গেছে এমবিসি নেটওয়ার্কের জনপ্রিয় টিভি সিরিজ ‘লাভ উইথ ফ্লজ’–এ (২০১৯)। গত দুই মাসে কোরিয়ায় অস্বাভাবিকভাবে মারা যাওয়া তারকাদের ভেতর তিনি তৃতীয়। চা পপ ব্যান্ড সারপ্রাইজ ইউর সদস্য ছিলেন। প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুর মধ্য দিয়ে উচ্চ আত্মহত্যার হারের দেশ কোরিয়ার বিনোদনশিল্পে তরুণ তারকাদের নিয়ে উদ্বেগ আরও বাড়ল।

প্রশ্ন এসেছে, চা কি বিষণ্নতায় ভুগছিলেন? ছবি: ইনস্টাগ্রাম

চা ইন-হার এজেন্সি ‘ফান্টাজিও’র ওয়েবসাইটে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লেখা হয়, ‘চা ইন-হাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য এর চেয়ে দুঃখের খবর আর হয় না। আমরা অত্যন্ত ব্যথিত। এটি আসলে বিশ্বাস করা কঠিন যে চা ইন-হা আর নেই। তাঁর মৃত্যুর বিষয়ে কেউ কোনো গুজব বা ভুয়া খবরে কান দেবেন না। পরিবারের ইচ্ছা অনুসারে পারিবারিকভাবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে আমরা তীব্র শোক প্রকাশ করছি।’

সুলি আর তারপর সুলির বান্ধবী, আরেক পপ তারকা গু হারাও অক্টোবর ও নভেম্বর মাসে আত্মহত্যা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম

‘ইউ, ডিপ ইনসাইড অব মি’ সিরিজের মধ্য দিয়ে ২০১৭ সালে অভিনয়শিল্পী হিসেবে অভিষেক ঘটে এই টিভি তারকার। কোরিয়ান টিভি সিরিজ ‘দ্য ব্যাংকার’ও (২০১৯) দারুণ জনপ্রিয়তা এনে দেয় এই টিভি তারকাকে। চা ইন-হার ইনস্টাগ্রামে গিয়ে দেখা গেল, প্রায় ৫০ হাজার মানুষ তাঁকে ‘ফলো’ করলেও তিনি কাউকে অনুসরণ করেন না। সর্বশেষ গতকাল সকালে তিনি একটা রেস্তোরাঁতে চা খাওয়ার কয়েকটি ছবি পোস্ট করেন। সেটিই ছিল তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট। অসংখ্য মানুষ সেই ছবির নিচে মন্তব্য করছেন, ‘শান্তিতে ঘুমাও’।

এর আগে অক্টোবরে সুলি (২৮) অনলাইনে উত্ত্যক্ততার বিরুদ্ধে লড়াই করতে করতে একসময় আত্মহত্যার পথ বেছে নেন। প্রিয় বন্ধুকে অনুসরণ করে নভেম্বরে আত্মহত্যা করেন দক্ষিণ কোরিয়ার আরেক পপতারকা গু হারা।