Thank you for trying Sticky AMP!!

করোনার সময় জিমে, বকা খাচ্ছেন শহিদ

শহিদ কাপুর ও মীরা কাপুর। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতের মহারাষ্ট্রে। সেখানকার বহু স্কুল, কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় স্ত্রীকে নিয়ে একটি ব্যায়ামাগারে শরীরচর্চা করতে ঢুকেছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জিমে যাওয়ার জন্য এখন সবার বকুনি খাচ্ছেন এই বলিউড তারকা।

গঙ্গায় গিয়েছিলেন সারা আলী খান। ছবি: সংগৃহীত

গত রোববার মুম্বাইয়ের এক জিমের ভিআইপি জোনে ব্যায়াম করছিলেন শহিদ কাপুর। এ সময় সেখানে ছিলেন তাঁর স্ত্রী মীরা কাপুরও। পুলিশ ও সিসি ক্যামেরা আড়াল করতে জিম থেকে তাঁরা বেরিয়ে যান বিকল্প পথে। এ রকম বিশ্ব পরিস্থিতিতে জিম খোলার জন্য জিমটির মালিককে লিখিতভাবে ভর্ৎসনা জানিয়েছে বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। সেখানকার একজন কর্মকর্তা জানান, জিমের মালিক ভীষণ অন্যায় করেছেন। পুরো দেশ যখন ঝুঁকিতে, তখন তিনি শহিদের জন্য জিম খুলতে পারেন না। পরে এ রকম ঘটনা ঘটালে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিএমসির পক্ষ থেকে আরও জানানো হয়, স্বাস্থ্য সচেতনতাবিষয়ক নিয়ম লঙ্ঘন করার জন্য শহিদকেও চিঠি পাঠিয়েছে তারা। ওই জিমের মালিক জানিয়েছেন, শরীরচর্চা করতে না, বরং চণ্ডীগড়ে শুটিংয়ের জন্য শরীরচর্চার কিছু সরঞ্জাম নিতে সেখানে গিয়েছিলেন শহিদ। যদিও করোনার প্রকোপে শহিদ তাঁর ‘জার্সি’ ছবিটির শুটিং বন্ধ রেখেছেন, সময় কাটাচ্ছেন বাড়িতে।

এই পোশাকেই র‍্যাম্পে উঠেছিলেন তারা সুতারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের বহু মানুষ এই পরিস্থিতিতে বাড়িতে ঢুকে পড়লেও বলিউডের তারকারা ঢুকছেন না। শুধু শহিদ নন, শাহরুখ খান, করণ জোহর, সারা আলী খান, তারা সুতারিয়াসহ আরও বেশ কিছু তারকা আছেন এই তালিকায়। শহিদের বিরুদ্ধে যখন জিমে যাওয়ার অভিযোগ উঠেছে, তখন শাহরুখের বিরুদ্ধে উঠেছে করণের বাড়ির পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ। অন্যদিকে উঠতি তারকা সারা আলী খান গিয়েছিলেন গঙ্গাস্নানে, তারা সুতারিয়াকে দেখা গিয়েছিল এক ফ্যাশন শোর র‍্যাম্পে। বাকিরা তাঁদের ঝকঝকে গোসলখানায় দাঁড়িয়ে হাত ধোয়ার ভিডিও করে সেসব শেয়ার করছেন। সূত্র জানাচ্ছে, নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন যাঁরা, তাদের ব্যক্তিগত বাস্তবতা ভিন্ন। সূত্র: দ্য প্রিন্ট