
নোবেলজয়ী শিক্ষানুরাগী কৈলাস সত্যার্থীর চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি। চলচ্চিত্রকার ব্রহ্মান্দ সিংয়ের পরবর্তী চলচ্চিত্রে ‘ঝলকি’তে দেখা যাবে তাঁকে।
বোমান জানান, ছবির গল্পটি একটি ছোট মেয়েকে নিয়ে। যে তাঁর ভাইকে খুঁজে বেড়ায়। তাঁর ভাই শিশু শ্রমিক। সে হারিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই বোমান ইরানি তাঁর অংশটির শুটিং করে ফেলবেন।
যদিও সত্যার্থীর সঙ্গে কখনোই দেখা হয়নি বোমান ইরানির। তবে বোমান বলেন, তাঁকে চরিত্রায়ণ করার মূল বিষয়টি হলো শিশুদের সঙ্গে তাঁর সম্পর্কের দিকটিকে বোঝা। ডিএনএ