
সালমান খানের জন্মদিন আগামীকাল ২৭ ডিসেম্বর। ৫৪ বছরে পা রাখছেন তিনি। প্রতি বছর বলিউডের ‘ভাইজান’ তাঁর জন্মদিন উদ্যাপন করেন মহারাষ্ট্রের রায়গড়ে তাঁর পানভেল খামারবাড়িতে। আগের দিন রাত ১২টায় পরিবারের মানুষজন, বলিউডে তাঁর সহকর্মী আর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে, নেচে-গেয়ে আর আনন্দ করে জন্মদিনের সূচনা করেন। একেক বছর ভিন্ন ভিন্ন ভাবনায় সাজানো হয় পুরো খামারবাড়িকে। কিন্তু এবার সালমান খানের জন্মদিন উপলক্ষে সাজানো হয়নি পানভেল খামারবাড়িকে। আজ বৃহস্পতিবার রাতে সেখানে হবে না কোনো অনুষ্ঠান।
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গেছে, এরই মধ্যে শুটিং থেকে মুম্বাই ফিরে এসেছেন সালমান খান। আজ রাতে মুম্বাইর বান্দ্রায় ভাই সোহেল খানের অ্যাপার্টমেন্টে তিনি থাকবেন। কয়েক দিন ধরে সেখানে আছেন অর্পিতা খান, সালমান খানদের তিন ভাইয়ের একমাত্র আদরের বোন। অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মা শিগগির দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। আর দ্বিতীয়বার ‘মামুজান’ হবেন সালমান খান। বোনের ইচ্ছা, ভাই সালমান খানের জন্মদিনেই যেন তাঁর এই সন্তান পৃথিবীর মুখ দেখে। আর ওই সময়টায় ভাইজান যেন তাঁর আশপাশেই থাকেন।
আজ রাত ১২টায় সোহেল খানের বাড়িতে সালমান খানের জন্মদিন উদ্যাপন করা হবে। এরই মধ্যে অতিথিদের নাম জানা গেছে। সেই তালিকায় আছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান, প্রভু দেবা, সোনাক্ষী সিনহাসহ আরও অনেকে।
পরিবারের সঙ্গে সালমান খানের যোগাযোগ খুব গভীর। পরিবারের প্রত্যেক সদস্যের ভালোমন্দ দেখেন। তাঁদের পাশে থাকেন। মিড-ডের প্রতিবেদন থেকে জানা গেছে, বোনকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন সালমান খান। বোন যেন সুস্থ সন্তান জন্ম দেন, মা আর সন্তান দুজনই যাতে সুস্থ ও স্বাভাবিক থাকেন, এই সব নিয়ে এখন যত ভাবনা সালমান খানের। পরিবারের অনেকেই এখন সোহেল খানের অ্যাপার্টমেন্টে।
সালমান খানের আদরের এই বোন সেলিম খানের (সালমান খানের বাবা) দত্তক নেওয়া সন্তান। একদিন মুম্বাইর ফুটপাতের পাশ দিয়ে দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেলেনকে নিয়ে সেলিম খান গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তখন ফুটপাতে মায়ের কোলে কাঁদছিল একটা শিশু। মায়ের কাছ থেকে শিশুটিকে তাঁরা বাসায় নিয়ে যান। পরে শিশুটিকে তাঁরা দত্তক নেন। ফুটপাতের সেই শিশু আজকের অর্পিতা খান শর্মা।
২৯ বছর বয়সী অর্পিতা লন্ডনের একটি ফ্যাশন কলেজে পড়াশোনা করেছেন। ফ্যাশন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে স্নাতক অর্পিতা এখন কাজ করছেন মুম্বাইয়ের এক ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মে। ২০১৪ সালের ১৮ নভেম্বর অর্পিতা খান ও দিল্লির ব্যবসায়ী আয়ুশ শর্মা গাঁটছড়া বাঁধেন। আয়ুশ শর্মাকে বড় পর্দায় দেখা গেছে ২০১৮ সালে, সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবিতে। তাঁদের প্রথম সন্তান আহিল। তাঁর বয়স এখন ৩।
মামা হিসেবে সালমান খান দশে দশ। কিছুদিন পরপরই তিনি ইনস্টাগ্রাম আর টুইটারে আহিলের সঙ্গে ভিডিও ও ছবি দেন। সেই ছবি আর ভিডিও বার্তা দেয়, মামা-ভাগনে যেখানে, বিপদ নেই সেখানে।
এদিকে ভারতজুড়ে এখন নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। প্রতিদিন মানুষজন রাস্তায় নামছে, মিছিল করছে, অবস্থান করছে, কিছু জায়গায় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। স্থবির ও বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সাধারণ মানুষের সঙ্গে এই প্রতিবাদে অংশ নিচ্ছেন ভারতের টিভি, চলচ্চিত্র, সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন। এই আন্দোলনের মাঝেই গত শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’ ছবিটি। আর এ কারণেই ছবিটি বক্স অফিসে তেমন আশানুরূপ ব্যবসা করতে পারছে না।
তবে এসব নিয়ে ভাবছেন না সালমান খান। টুইটারে তিনি লিখেছেন, ‘দেশের মানুষের নিরাপত্তা সবার আগে, তার পর “দাবাং থ্রি”র বক্স অফিস কালেকশন।’