জামিন পেয়ে মুখ খুললেন অলক নাথ

অলোক নাথ ও বিনতা নন্দা
অলোক নাথ ও বিনতা নন্দা

গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ‘সংস্কারি বাবুজি’ অলোক নাথ। গত ১৭ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে বলিউডের এই প্রবীণ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ করেছেন বিনতা নন্দা। তিনি ছোট পর্দার স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক ও প্রযোজক। বড় পর্দায়ও কাজ করেছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। এরপর মুম্বাইর ওসিওয়াড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার অলোক নাথের বাড়িতে যায়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে সমন পাঠানো হয়। কিন্তু সেই সমনের কাগজ গ্রহণ করেনি অলোক নাথের পরিবারের কেউ। এরপর তাঁর বিরুদ্ধে দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়।

অলোক নাথ ও তাঁর স্ত্রী আশু নাথ

জানা গেছে, এই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন অলোক নাথ। এবার আইএএনএসের সঙ্গে তিনি কথা বলেছেন। স্ত্রী আশু নাথের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এই কঠিন সময়েও আমার পাশে থাকার জন্য আশুকে ধন্যবাদ।’ অলোক নাথ অনেক দিন সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেছেন। কোনো টিভি ক্যামেরার মুখোমুখি হননি। এবার তিনি বলেছেন, ‘আদালতের নির্দেশের ওপর সবকিছু নির্ভর করছে। এই মামলার ব্যাপারে আদালত আর আইনজীবী আমাকে চুপ থাকতে বলেছেন। এই মামলা কিংবা অভিযোগ নিয়ে এখন কিছু বলতে চাই না। এই মুহূর্তে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। যখন ঠিক হবে, তখন অবশ্যই বলব।’

বিনতা নন্দা অভিযোগ করেছেন, ‘অলোক নাথ মদ্যপ, অসভ্য আর বিরক্তিকর মানুষ। যেহেতু তিনি টেলিভিশনের জনপ্রিয় তারকা, তাই খারাপ কাজ, অপকর্ম, খারাপ ব্যবহার করেও তিনি সহজেই পার পেয়ে যান।’ এত দিন পর বিনতা নন্দা কেন এসব কথা বলছেন? আইএএনএসকে তিনি বলেন, ‘১৯ বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করেছি।’

অলোক নাথ

অভিযোগপত্রে বিনতা নন্দা আরও লিখেছেন, ‘অলোক নাথের স্ত্রী আমার ভালো বন্ধু। একসঙ্গে থিয়েটার করেছি। এ কারণে অলোক নাথের বাসায় আমার যাওয়া-আসা ছিল। অলোক নাথের বাসার এক পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। তখন তাঁর স্ত্রী ছিলেন শহরের বাইরে। সেদিন পার্টিতে আমার গ্লাসে কিছু মিশিয়ে দেওয়া হয়। আমি যখন তাঁর বাসা থেকে বের হয়েছি, তখন রাত দুইটা। আমার সঙ্গে গাড়ি ছিল না। সেদিন কেউ আমাকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য বলেনি। রাস্তায় আমি একাই ছিলাম। হঠাৎ অলোক নাথ গাড়ি নিয়ে আসেন। তিনি আমাকে বাসায় নামিয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। আমিও তাঁকে বিশ্বাস করেছি। কিন্তু গাড়িতে ওঠার পর আমাকে জোর করে আরও মদ খাওয়ানো হয়। আমি অজ্ঞান হয়ে যাই। পরদিন ঘুম থেকে ওঠার পর আমার শরীরের নিচের অংশে খুব ব্যথা অনুভব করি। বুঝতে পারি, শুধু ধর্ষণ নয়, বর্বরতার শিকার হয়েছি আমি। ওই সময় বিছানা থেকে উঠতে পারছিলাম না।’

বিনতা নন্দার অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অলোক নাথ আর তাঁর অপকর্মের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কারের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। কেউ কেউ তাঁকে ‘সংস্কারি বাবুজি’ বলে ব্যঙ্গ করেছেন। কারণ, পর্দায় তাঁকে সেভাবেই উপস্থাপন করা হয়। তবে অলোক নাথের স্ত্রী আশু নাথ বারবার বিনতা নন্দার অভিযোগকে মিথ্যা বলছেন। তিনি দাবি করছেন, এই সবই তাঁর স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র।