তারকা হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তারকা মা বা বাবার সন্তান হওয়া। কোনো ‘কারণ’ ছাড়াই কেবল মা–বাবার নামে তারকা হয়ে যায় তারাও। ক্যামেরা তাদের মা–বাবার সঙ্গে সঙ্গে তাদের পিছু পিছুও ঘোরে। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করে, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। দেখে নেওয়া যাক তারকা মা–বাবার সঙ্গে সেই সন্তানদের।