Thank you for trying Sticky AMP!!

নিজেকে উপহার দিলেন রণবীর সিং

মুম্বাইর প্রেক্ষাগৃহের বাইরে বন্ধু চিত্রপরিচালক জোয়া আখতারের সঙ্গে রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

রণবীর সিং নিজের জন্য চমৎকার একটি উপহার কিনেছেন। একটি গাড়ি। শুধু গাড়ি বললে ভুল হবে, এটা বিশ্বের প্রথম সুপার স্পোর্ট ইউটিলিটি যান। বিলাসবহুল এই গাড়ির নাম ল্যাম্বারগিনি। গাড়িটির দাম ৩ কোটি রুপি। গতকাল বৃহস্পতিবার শোরুম থেকে বাসায় এনেই গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, গাড়িটি নিয়ে মুম্বাই শহরে ঘুরে বেড়িয়েছেন বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা। অন্য কেউ নয়, চালকের আসনে ছিলেন রণবীর সিং নিজেই। গাড়ির রং লাল, তাই গাড়ির রঙের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন লাল ভেলভেটের টুপি।

গতকাল বৃহস্পতিবার শোরুম থেকে বাসায় এনেই ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে মুম্বাই শহরে ঘুরতে বেরিয়ে যান রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এদিকে প্রায় প্রতিদিনই নানান কারণে খবরের শিরোনাম হন রণবীর সিং। অদ্ভুত অদ্ভুত সব পোশাক পরেন। যা দেখে যে কেউ ভয় পাবেন। রণবীর সিংকে দেখে তা বোঝার উপায় নেই। তিনি একেবারই ঠান্ডা। কিন্তু এবার তাঁর এমন পোশাক দেখে কাঁদতে শুরু করে একটি শিশু।

জানা গেছে, মুম্বাইর এক ডাবিং স্টুডিওর সামনে হাঁটু পর্যন্ত লম্বা লাল রঙের হুডিতে দেখা যায় তাঁকে। বলিউডের সুপার স্টার চোখের সামনে, এমন সুযোগ কেউ হারাতে চায়। প্রিয় নায়কের কাছে সেলফির অনুরোধ। রাজি হলেন রণবীর সিং। এই ভিড়ের মধ্যে তেমনি এক ভক্তের কোলে ছিল ছোট্ট শিশু। বাবার কোলে থেকে রণবীর সিংকে দেখে ভয় পায় শিশুটি। কাঁদতে শুরু করে। আসলে রণবীর সিংয়ের এমন উদ্ভট পোশাক মোটেও পছন্দ হয়নি শিশুটির। আর শিশুটির কান্নার সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের নতুন গাড়ি নিয়ে মুম্বাইর রাস্তায় রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এবার রণবীর সিংকে দেখা গেছে মুম্বাইর একটি প্রেক্ষাগৃহের বাইরে। এ সময় তাঁর সঙ্গে কে ছিলেন? স্ত্রী দীপিকা পাড়ুকোন নয়, রণবীর সিংয়ের সঙ্গে ছিলেন পরিচালক জোয়া আখতার। তবে এমনটা নতুন কোনো ঘটনা নয়, হাতে ফ্রি সময় থাকলে রণবীর সিং বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। এবারও তেমনটাই হয়েছে। আর প্রেক্ষাগৃহের বাইরে তাঁদের দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে।