ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৭

নিরজা, আমির ও আলিয়ার জয়

সেরা ছবির (সমালোচক) পুরস্কার জিতেছে ​সোনম অভিনীত নিরজা
সেরা ছবির (সমালোচক) পুরস্কার জিতেছে ​সোনম অভিনীত নিরজা

বলিউডের অন্যতম বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির নাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এ বছর এর ৬২তম আসরটি বসেছিল গত শনিবার রাতে ভারতের মুম্বাইয়ে। এই অনুষ্ঠানের কারণে তারকাদের দ্যুতিতে যশরাজ স্টুডিও পুরো সন্ধ্যা আলোকিত হয়েছিল। তবে সন্ধ্যার মধ্যমণি হয়েছিল কয়েকটি নাম। সেই নামগুলো হলো বলিউড অভিনেতা আমির খান ও শহিদ কাপুর; অভিনেত্রী আলিয়া ভাট ও সোনম কাপুর। তাঁরা ও তাঁদের ছবিগুলো জিতে নেয় বছরের সেরা সম্মাননাগুলো। আলোচিত ছবি হিসেবে পুরস্কার অনুষ্ঠানে থেমে থেমেই শোনা যায় নিরজা, উড়তা পাঞ্জাব ও দঙ্গল ছবির নাম।
এবারের আসরের উপস্থাপনা করেন ‘সুলতান’ সালমান খান। যদিও তাঁর এ বছরের সবচেয়ে আলোচিত ছবিটি মাত্র একটি পুরস্কারই ঘরে তুলতে পেরেছে। সালমানের সঙ্গে সহ-উপস্থাপক ছিলেন নির্মাতা করণ জোহর।
ফিল্মফেয়ারের এবারের আসরে ছিল ভিন্নমাত্রা। ৬২ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইতিহাসে এবারই প্রথম যোগ হয়েছে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগ। সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি এবং ছবির অভিনেতা ও অভিনেত্রীদেরও করা হয়েছে পুরস্কৃত।

দঙ্গল–এর জন্য সেরা অভিনেতা হয়েছেন আমির খান

তবে এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সমালোচনার মুখেও পড়েছিল। কারণ, বছরের সফল অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমারের কোনো ছবিই জেতেনি কোনো পুরস্কার। যেখানে তাঁর ২০১৬ সালে মুক্তি পাওয়া তিনটি ছবিই ছাড়িয়েছে ১০০ কোটি রুপির কোঠা। বছরের সেরা ১০ ব্যবসাসফল ছবির তালিকার মধ্যে ছিল তাঁর তিনটি ছবিই। তা ছাড়া বছরের সবচেয়ে আলোচিত ছবি পিংক-এর মাত্র একটি পুরস্কার অর্জন নিয়েও শুরু হয়েছে নানাজনের নানা কথা।
একনজরে বিজয়ীরা
সেরা ছবি: দঙ্গল
সেরা পরিচালক: নিতেশ তিওয়ারি, দঙ্গল
সেরা অভিনেতা: আমির খান, দঙ্গল
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব
সেরা ছবি (সমালোচক): নিরজা

সেরা অভিনেত্রী আলিয়া ভাট

সেরা অভিনেতা (সমালোচক): মনোজ বাজপেয়ী, আলীগড় ও শহিদ কাপুর, উড়তা পাঞ্জাব
সেরা অভিনেত্রী (সমালোচক): সোনম কাপুর, নিরজা
আজীবন সম্মাননা: শত্রুঘ্ন সিনহা
সেরা নবাগত অভিনেতা: দিলজিত দোসনাজ, উড়তা পাঞ্জাব
সেরা নবাগত অভিনেত্রী: হৃতিকা সিং, শালা খাড়ুস
সেরা ছবি, পিপলস চয়েজ: খামাখা
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি (ফিকশন): চাটনি
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি (নন-ফিকশন): মাটিতালি কুস্তি
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির অভিনেতা: মনোজ বাজপেয়ী, তাণ্ডব
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি অভিনেত্রী: টিসকা চোপড়া, চাটনি
সেরা সংলাপ: রিতেশ শাহ, পিংক
সেরা চিত্রনাট্য: শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রে ধিলন, কাপুর অ্যান্ড সন্স
সেরা গল্প: শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রে, কাপুর অ্যান্ড সন্স
সেরা পার্শ্ব–চরিত্রের অভিনেতা: ঋষি কাপুর, কাপুর অ্যান্ড সন্স
সেরা পার্শ্ব–চরিত্রের অভিনেত্রী: শাবানা আজমি, নিরজা
সেরা গানের অ্যালবাম: অ্যায় দিল হ্যায় মুশকিল, সংগীত ও সুর প্রীতমের
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য, গান: চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা গায়ক: অরিজিৎ সিং, গান: অ্যায় দিল হ্যায় মুশকিল, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা গায়িকা: নেহা ভাসিন, গান: জাগ ঘুমেয়া, সুলতান
আর ডি বর্মন অ্যাওয়ার্ড (গানে সেরা নবাগত): অমিত মিশ্র, গান: বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ফ্যান
সেরা সম্পাদনা: মনিশা, নিরজা
সেরা প্রোডাকশন ডিজাইন: অপর্ণা সুড় এবং আন্না ইপে, নিরজা
সেরা পোশাক নকশা: পায়েল সালুজা, উড়তা পাঞ্জাব
সেরা অ্যাকশন: শ্যাম কৌশল, দঙ্গল
সেরা আবহসংগীত: সামির উদ্দিন, কাপুর অ্যান্ড সন্স
সেরা কোরিওগ্রাফি: আদিল শেখ, গান: কার গায়ি চুল, কাপুর অ্যান্ড সন্স
সূত্র: ফিল্মফেয়ার ম্যাগাজিন ও ইন্ডিয়ান এক্সপ্রেস