Thank you for trying Sticky AMP!!

প্রভাস-দীপিকার সঙ্গে অমিতাভ

দক্ষিণ ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ চমকে দেওয়া খবর দিচ্ছে বারবার। তারা ঘোষণা দিয়েছিল, প্রভাস ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি করতে যাচ্ছে বড় ক্যানভাসের ছবি। এবার শোনা গেল, এই দুজনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউডের আরেক মহাতারকা অমিতাভ বচ্চন।

আজ শুক্রবার সকালে এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড ‘শাহেনশাহ’। অমিতাভ বচ্চন, দীপিকা ও প্রভাসের মতো তিন সুপারস্টারকে একসঙ্গে পর্দায় আনবে এই প্রযোজনা প্রতিষ্ঠান। বড় বাজেটের ছবিটি পরিচালনা করবেন তেলেগু চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় পরিচালক নাগ অশ্বিন।

প্রভাস

২০১৫ সালে সুজিত সরকারের পরিচালনায় ‘পিকু’ ছবিতে অমিতাভ ও দীপিকা একসঙ্গে কাজ করেন। এই ছবিতে তাঁদের বাবা ও মেয়ের ভূমিকায় দেখা গেছে। ছবিতে অমিতাভ এবং দীপিকার রসায়ন দারুণ পছন্দ করেছিল দর্শক। তবে প্রভাসের সঙ্গে প্রথমবার এই দুজনকে দেখা যাবে। তবে ছবিটিতে অমিতাভ বচ্চনকে কোন চরিত্রে দেখা যাবে, তা এখনো জানা যায়নি। এই ছবিতে অমিতাভের যুক্ত হওয়া প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ‘হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। শতকোটি ভারতীয় জনগণের গৌরব অমিতাভ বচ্চন। আমাদের এই সফর আরও বড় হতে চলেছে।’

দীপিকা

বৈজয়ন্তী মুভিজের প্রতিষ্ঠাতা ও নির্মাতা অশ্বিনী দত্ত বলেছেন, ‘সেই সময়কার কথা যখন এনটিআর স্যার (নান্দামুড়ি তাড়াকা রামা রাও, জুনিয়র এনটিআরের বাবা) আর আমি একসঙ্গে সিনেমা দেখতে যেতাম। তিনি পরে অমিতাভ বচ্চনের অনেক সুপারহিট ছবির তেলেগু রিমেকে কাজ করেছেন। আমি আর এনটিআর স্যার অসংখ্যবার অমিতাভ বচ্চনের “শোলে” দেখেছি। ছবিটি স্যারের রামকৃষ্ণ থিয়েটারে এক বছরের বেশি সময় ধরে চলেছিল। এত বছর পর ভারতীয় সিনেমার মহানায়ক অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। নিজেকে ভাগ্যবান মনে করছি। ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ আরও অনেক ভাষায় আসতে যাচ্ছে।’