ভবিষ্যৎ বদলাতে পারবে কি বিক্রমাদিত্য

‘রাধে শ্যাম’ ছবির পোস্টারে প্রভাস
ইনস্টাগ্রাম

ভারতে একের পর এক সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। করোনাকাল কাটিয়ে বক্স অফিসের ছন্দে ফেরার পালা এবার শুরু। ইতিমধ্যে একাধিক ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে যাচ্ছেন দর্শকেরা। এমন পরিস্থিতিতে বক্স অফিসে এসেই বাজিমাত করতে শুরু করেছে ‘বাহুবলী’খ্যাত নায়ক প্রভাসের বহু প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’।

এই সিনেমায় প্রভাস হস্তরেখাবিদ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে

সত্তরের দশক। ইতালিতে থাকেন বিক্রমাদিত্য (প্রভাস)। তিনি একজন হস্তরেখা বিশারদ। তাঁর গণনা কখনো ভুল হয়নি। একবারেই হাত দেখে তিনি যা বলার বলে দেন। ইতালিতে বিক্রমের প্রেম হয় চিকিৎসক প্রেরণার (পূজা হেগড়ে) সঙ্গে। ওদিকে বিক্রমের হাতেই নেই প্রেমের রেখা। এরপরও কি ভালোবাসার গল্পের ভবিষ্যৎ বদলাতে পারবেন বিক্রমাদিত্য? এ প্রশ্নের উত্তর আছে সিনেমাতে।
প্রায় তিন বছর অপেক্ষার পর ১১ মার্চ মুক্তি পেয়েছে গুলশান কুমার ও টি-সিরিজের ‘রাধে শ্যাম’। এ সিনেমা মুক্তি পেয়েছে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—মোট পাঁচটি ভাষায়। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। গত সোমবার সিনেমা নিয়ে একটি টুইট করেছিলেন ছবির অভিনেত্রী পূজা হেগড়ে। সেখানে লেখা ছিল, ‘তিন দিনে অসাধারণ প্রতিক্রিয়া পাচ্ছি। বড় পর্দায় বিশ্বজুড়ে মাত্র তিন দিনেই ১৫১ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে “রাধে শ্যাম”।’

‘রাধে শ্যাম’ মুক্তি পাওয়ার পর থেকে অনলাইনে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে

‘রাধে শ্যাম’ মুক্তি পাওয়ার পর থেকে অনলাইনে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বলছেন, ছবিটি ব্লকবাস্টার হিট। আবার কেউ বলছেন, ফ্লপ হয়েছে। আলোচিত–সমালোচিত হয়েও প্রযোজক, পরিচালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। কারণ মুক্তির আগেই নাকি স্যাটেলাইট, ডিজিটাল স্বত্ব বিক্রি করে ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে এ সিনেমা।