
বলিউড-সুন্দরী আনুশকা শর্মার গ্ল্যামারাস রূপ সবাই দেখেছেন। এবার ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’ ছবিতে মেকআপ ছাড়া গ্রামের সাধারণ গৃহবধূ হিসেবে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তিনি ‘মমতা’। জানা গেছে, আনুশকা শর্মা থেকে মমতা হয়ে উঠতে তিনি মাত্র ২০ মিনিট সময় নিয়েছেন।
যশরাজ ব্যানারের ছবি ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’তে আনুশকার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘মৌজী’। ‘সুই ধাগা’ ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে অনুপ্রাণিত। কিছুদিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। আর ‘সুই ধাগা’ ছবির ট্রেলার খুব প্রশংসিত হয়েছে।
এবার আনুশকা শর্মাকে নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এই ছবিতে আনুশকা ‘মমতা’ হয়ে উঠতে অনেক পরিশ্রম করেছেন। ‘সুই ধাগা’ ছবির কস্টিউম নির্দেশক দর্শন জলান বলেন, ‘গ্রামীণ মহিলার চরিত্র করার জন্য আনুশকা অনেক পরিশ্রম করেছেন।’ আনুশকা সাংবাদিকদের বলেন, ‘“সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া” ছবির শুটিংয়ের সময় গ্রামের অধিকাংশ মানুষ আমাদের লোকেশনে থাকতেন। ছবির “মমতা”র লুক ওই গ্রামের মহিলাদের দেখে নেওয়া হয়েছে। আমি “মমতা” হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আমি কোনো প্রসাধন ব্যবহার করিনি। এর ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে আমি আনুশকা থেকে “মমতা” হয়ে উঠতে পেরেছি।’
আনুশকা তাঁর ফিল্মি ক্যারিয়ারে ‘মমতা’র চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ‘সুই ধাগা’ ছবির প্রচার জোরদার করছেন আনুশকা ও বরুণ। শুধু শহরে নয়, গ্রামে গ্রামে গিয়ে তাঁরা প্রচার করছেন। কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে আছে গ্রাম এবং শহর। তাই আনুশকা ও বরুণ আহমেদাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ, কলকাতা, পুনে, জয়পুর, চণ্ডীগড় এবং ইন্দোরসহ ১০টি শহরে ঘুরে ঘুরে ছবির প্রচারণা করছেন।
‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’ ছবিতে বরুণকে ‘মৌজী’ নামের এক দরজির ভূমিকায় দেখা যাবে। এই ছবির জন্য বরুণকে রীতিমতো সেলাইয়ের প্রশিক্ষণ নিতে হয়েছে। শরৎ কাটারিয়া পরিচালিত এবং মনীশ শর্মা প্রযোজিত ছবিটির ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা আছে।