আনুশকা শর্মা আর বিরাট কোহলির তৃতীয় বিবাহবার্ষিকী আজ। তিন বছর আগে এই দিনে ইতালিতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সেরেছিলেন এই দম্পতি। তৃতীয় বিবাহবার্ষিকীতে একটি ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘তিন বছর পেরোল। আর শিগগিরই আমরা তিনজন হব। এই দিনে তোমাকে বড্ড মিস করছি।’ ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে কোহলি এখন অস্ট্রেলিয়া। তবে ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ এক উপলক্ষের সাক্ষী হবেন বিরাট কোহলি। তাঁদের প্রথম সন্তান জন্ম নেবে জানুয়ারিতে। এমন সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই প্রথম টেস্টের পর আনুশকার কাছে ফিরবেন কোহলি।
অস্ট্রেলিয়া থেকে কোহলি তাঁদের বিয়ের সাদা–কালো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিন বছর পেরোল। এখনো বাকি বাকি জীবন।’ তিন বছরের দাম্পত্যে কোহলির প্রতি আনুশকার একটাই অভিযোগ। আর তা হলো, কোহলির নাকি সংসার করার সময়ই নেই। ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মানুষ ভাবে যে আমি যখন কোহলির সঙ্গে দেখা করার জন্য ইংল্যান্ডে যাই বা ও আমার সঙ্গে দেখা করতে আসে, সেটা আমাদের দুজনেরই ছুটির দিন। একদম ভুল।
কোহলির জীবনে ছুটি বলে কিছু নেই। প্রতিটি দিনই ও মহাব্যস্ত। আমরা একসঙ্গে ছুটি কাটাচ্ছি এর মানে হলো, দীর্ঘদিন পর আমাদের দেখা হয়েছে। আর আমরা একসঙ্গে একবেলা খাচ্ছি। আর সেই সময়টুকুই আমাদের সংসার।’
এই সাক্ষাৎকারেই আনুশকা জানিয়েছিলেন যে বিয়ের প্রথম ছয় মাসে বিরাট আর তিনি একসঙ্গে কাটিয়েছিলেন মাত্র ২১ দিন।
আনুশকা জানিয়েছেন, বলিউড তারকার জন্য ২৯ বছর বয়স বিয়ে করার জন্য ‘টু ইয়ং’। তবু তিনি সেই সময়ই বিয়ে করেছিলেন। কেননা, তিনি ভালোবাসার মানুষকে যত দ্রুত সম্ভব জীবনসঙ্গী হিসেবে বরণ করে নিতে চেয়েছিলেন। বলেছেন, ‘বলিউডের নায়িকা হিসেবে বিয়ের জন্য ২৯ খুবই অল্প বয়স। কিন্তু আমি দ্রুত বিয়ে করতে চেয়েছি। কেননা, আমি প্রেমে পড়েছিলাম। আর ভালোবাসায় বিয়ে খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।’
১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে বিরাট কোহলির জন্ম। একই বছরের ১ মে উত্তর প্রদেশের অযোধ্যায় জন্মগ্রহণ করেন আনুশকা শর্মা।