Thank you for trying Sticky AMP!!

রাজকুমার-পত্রলেখার বিয়ের এক ডজন ছবি

‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’—নববধূ পত্রলেখার বিয়ের ওড়নায় স্থান পেয়েছে এ প্রেমের পঙ্‌ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাওয়ের প্রতি তাঁর প্রেম। সোমবার ‘স্ত্রী’র হাতে শেষমেশ ধরাই দিলেন বলিউড তারকা রাজকুমার রাও। নববধূ বাঙালি নারী পত্রলেখা পাল। ভারতের চণ্ডীগড়ে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে এই জুটির বিয়ে। বিয়ে শেষ হতে না হতেই ছবি পৌঁছে গেল ইনস্টাগ্রামে। দিলেন নতুন বর নিজেই! কোনোটায় দুজন হেসে খুন। কোনোটায় নাচে মাতোয়ারা। চলুন দেখি সেখান থেকে নেওয়া এক ডজন ছবি।

অবশেষে মধুরেণ সমাপয়েৎ। সাদা শেরওয়ানি আর লাল পাগড়িতে বর। লাল শাড়িতে কনে
গত শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের ধুমধাম।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা।
চণ্ডীগড়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল রাজকুমার-পত্রলেখার বিয়ের আসর
টুইটারে রাজকুমারের একটি ফ্যান পেজে তাঁর বিয়ের কার্ডটি পোস্ট করা হয়েছিল। নীল রঙের কার্ডের ওপর ঝাড়বাতি আর কলাগাছ আঁকা
নিমন্ত্রিত ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন রাজকুমার-পত্রলেখা।
বরকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন বিয়ের অতিথি পরিচালক ফারহা খান
পত্রলেখার বিয়ের পোশাক ডিজাইন করেছেন কলকাতার সব্যসাচী মুখোপাধ্যায়
পত্রলেখার মাথায় বিয়ের যে ওড়না দেখা যাচ্ছে, তাতে বাংলায় লেখা, ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।
বর–কনে,পাশে ফারহা খান
দুজনে হেসে খুন!
সদ্য বিয়ে করা স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছেন রাজকুমার রাও