রূপ আর অর্থ—এই দুইয়ের সম্মিলন ঘটেছে এমন জুটি অনেক। শিল্পা শেঠি–রাজ কুন্দ্রা থেকে শুরু করে সোনম কাপুর–আনন্দ আহুজা, অনেক বলিউড তারকাই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে।
বিনোদন ডেস্ক
ভারতীয় ও ব্রিটিশ নাগরিক রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয়েছে শিল্পা শেঠির। মুম্বাই আদালতে এই ব্যবসায়ীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা চলছে।
বিজ্ঞাপন
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বিয়ে করেন পিটার হাগকে। তাঁদের দুবাই ও সিঙ্গাপুরভিত্তিক চেইন হোটেল আছে।
বিজ্ঞাপন
মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতাদের একজন রাহুল শর্মা, বলিউড অভিনেত্রী অসিনের স্বামী। মেহতা গ্রুপের মালিক জয় মেহতার জীবনসঙ্গী বলিউড অভিনেত্রী জুহি চাওলা। মেহতা গ্রুপ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে ব্যবসা পরিচালনা করে।বলিউড অভিনেত্রী সোনম কাপুর বিয়ে করেন আনন্দ আহুজাকে। আনন্দ ভারতের ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুটি কোম্পানি আছে তাঁর।অভিনেত্রী এশা দেওলের স্বামী ভারত তখতানির হিরের ব্যবসা আছে। তাঁর পরিবার ভারতের শীর্ষ ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে অন্যতম।