লকডাউনে তারকারা ওয়েবমুখী

>লকডাউনের কারণে গৃহবন্দী বলিউড তারকারা এখন আরও বেশি ওয়েবমুখী। জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, আনুশকা শর্মা, মনীষা কৈরালাসহ বেশ কয়েকজন তারকার ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে এবং শিগগিরই পেতে চলেছে। লিখেছেন দেবারতি ভট্টাচার্য।

মাস্কা
গত ২৭ মার্চ মুক্তি পেয়েছে মনীষা কৈরালা অভিনীত ওয়েব সিরিজ মাস্কা। ভারতে লকডাউনের শুরুর দিকেই নেটফ্লিক্স এই সিরিজটি নিয়ে আসে। যদিও মনীষা ডিজিটাল দুনিয়ায় লাস্ট স্টোরিজ দিয়ে আগেই পা রেখেছিলেন। তবে সেটা ছিল সিনেমা। আর এটা মা-ছেলের সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটা আস্ত সিরিজ। মনীষা কৈরালা অভিনীত সিরিজটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নীরজ উধওয়ানি পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন জাভেদ জাফরি, প্রীত কামানি, নিকিতা দত্ত ও শার্লে শেটিয়া।

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

মিসেস সিরিয়াল কিলার
১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এক রুদ্ধশ্বাস সিরিজ মিসেস সিরিয়াল কিলার। এতে বাড়তি আকর্ষণ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাঁকে এই ছবিতে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে। এর আগে ড্রাইভ ছবির মধ্য দিয়ে ডিজিটাল দুনিয়ায় অভিষেক হয় জ্যাকুলিনের। এবার সিরিজে অভিষেক হলো মিসেস সিরিয়াল কিলার দিয়ে। শিরিশ কুন্দ্র পরিচালিত এই সিরিজের পরতে পরতে রহস্য-রোমাঞ্চে ভরা। এতে জ্যাকুলিনের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। এই সিরিজের মাধ্যমে আমির খানের ভাগনে জায়নের অভিনয়জগতে অভিষেক হয়েছে।

আনুশকা শর্মা

পাতাল লোক
আমাজন প্রাইম ভিডিও সম্প্রতি বেশ প্রতীক্ষিত ওয়েব সিরিজ পাতাল লোক-এর টিজার প্রকাশ করেছে। এর প্রযোজক অভিনেত্রী আনুশকা শর্মা। সিনেমার পর এটাই আনুশকা প্রযোজিত প্রথম সিরিজ। টিজারেই সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে পাতাল লোক। রহস্য, রোমাঞ্চে ভরা এই ওয়েব সিরিজে ভারতীয় আধুনিক সমাজের পাশাপাশি রাজনীতির জগৎকেও তুলে ধরবে। এই সিরিজের কাহিনিকার সুদীপ শর্মা এর আগে উড়তা পাঞ্জাব এবং এনএইচ টেন-এর মতো ছবির গল্প লিখেছেন। পাতাল লোক আমাজন প্রাইমে মুক্তি পাবে আগামীকাল। গুল পানাগ, নীরজ কাবি, অভিষেক ব্যানার্জি অভিনয় করেছেন এতে। 

লারা দত্ত

হানড্রেড
নিম্নমধ্যবিত্ত তরুণী নেত্রা পাটিলের হাতে আয়ু আছে মাত্র ১০০ দিন। ক্যানসারে আক্রান্ত তিনি। আর এই সময়ে তাঁর দেখা হয় পুলিশ কর্মকর্তা সৌম্যয়া শুক্লার সঙ্গে। সৌম্যয়া তাঁর হাতিয়ার হিসেবে নেত্রাকে ব্যবহার করেন। নেত্রার জীবনের শেষ ১০০ দিন কাটে অন্যভাবে। হটস্টার-এ সম্প্রতি মুক্তি পেয়েছে হানড্রেড ওয়েব সিরিজটি। বলিউড অভিনেত্রী লারা দত্ত হানড্রেড-এ সৌম্যয়া শুক্লার চরিত্রে অভিনয় করেছেন। মারাঠি জনপ্রিয় অভিনেত্রী রিংকু রাজগুরু নেত্রার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।