লাজুক মেয়ে

পূজা হেগড়ে
পূজা হেগড়ে

হৃতিক রোশনের মতো সুপারস্টারের বিপরীতে বলিউডে তাঁর অভিষেক। প্রথম হিন্দি ছবিতেই সবার নজর কেড়েছিলেন পূজা হেগড়ে। আগামী দিনে প্রভাস, রণবীর সিং, সালমান খানের মতো তারকার সঙ্গে কাজ করছেন এই বলিউড তথা দক্ষিণি নায়িকা।

পর্দায় দাপট দেখালেও ব্যক্তিগত জীবনে তিনি ভীষণই লাজুক। এমনকি প্রথম আলাপে কারও সঙ্গে কথা বলতে গেলে হাত–পা ঠান্ডা হয়ে যায় তাঁর। ছোটবেলার কিছু স্বভাব এখনো তাঁর পিছু ছাড়েনি।

পূজা এ প্রসঙ্গে বলেছেন, ‘বরাবরই আমি লাজুক আর অন্তর্মুখী স্বভাবের মেয়ে। নতুন কারও সঙ্গে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই। কিন্তু একজন অভিনয়শিল্পী হিসেবে এসব কিছু থেকে বের হওয়াটা অত্যন্ত জরুরি। আমি এখন এই ধরনের নার্ভাসনেস থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছি।’
মঞ্চে উঠলে সবকিছু ভুলে যেতেন এই বলিউড তারকা। এ কারণে অনেকবার তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

পূজা হেগড়ে

পূজা বলেছেন, ‘কলেজজীবনে অনেকবার হয়েছে যে মঞ্চে উঠে নাচের স্টেপ ভুলে গিয়েছি। মঞ্চে চার মিনিটের এক গানের সঙ্গে আমার নাচার কথা ছিল। কিন্তু আমি একটা স্টেপও মনে করতে পারিনি।

রাধে শ্যাম সিনেমায় প্রভাস ও পূজা হেগড়ে

উল্টাপাল্টা কিছু করে তখনকার মতো সামাল দিয়েছি। তবে এটাকে আমি কখনো দুর্বলতা হিসেবে নিইনি। মঞ্চে উঠে যতবার অসফল হয়েছি, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। ব্যর্থতার পর একটা কথাই মনে হতো যে সবচেয়ে দুঃসময় পার হয়ে গিয়েছি, এবার সবকিছু ভালোই হবে।’

পূজা হেগড়ে

পূজাকে আগামী দিনে প্রভাসের সঙ্গে রাধে শ্যাম ছবিতে দেখা যাবে। আগামী বছরের ১৪ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। তামিল ছবি বিস্ট–এ পূজা থালাপতি বিজয়ের নায়িকা। পূজাকে চিরঞ্জীবী ও রাম চরণের সঙ্গে আচারিয়া ছবিতে দেখা যাবে। সালমান খানের সঙ্গে একটা প্যান ইন্ডিয়া ছবি করতে চলেছেন তিনি। এ ছাড়া রোহিত শেঠির সার্কাস–এ রণবীর সিংয়ের সঙ্গে রোমান্স করবেন পূজা।