বলিউড অঙ্গনে ২৯ বছর পার করলেন শাহরুখ খান। এই দীর্ঘ সফরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’সহ আরও রোমান্টিক ছবিতে কাজ করে হয়ে উঠেছেন বলিউডের ‘কিং অব রোমান্স’।

দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে আছেন শাহরুখ খান। তাঁর ছবির মুক্তির অপেক্ষায় থাকে হাজার হাজার অনুরাগী। ‘পাঠান’ দিয়ে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস খেলতে নামছেন শাহরুখ। যশরাজ ফিল্মসের এই ছবিতে তাঁকে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে।
‘পাঠান’ ছবির পর শাহরুখ খানের আগামী ছবি কী হবে, তা নিয়ে বিটাউনে এর মধ্যেই জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। এই ছবি পরিচালনা করতে চলেছেন দক্ষিণের খ্যাতনামা পরিচালক এটলি। সুপারহিট ছবি ‘বিজিল’ আর ‘ঠহরী’ পরিচালনা করেছিলেন এটলি। আর এই ছবিতে দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারার সঙ্গে নাকি জুটি বাঁধছেন কিং খান। তিনি ‘বিজিল’ এবং ‘রাজা রানি’র মতো হিট ছবির নায়িকা। জানা গেছে, পরিচালক এটলি কিং খানকে নিয়ে এক ভরপুর মসলাদার ছবি বানাতে চলেছেন। এটলির এই ছবিতে বিনোদনের পাশাপাশি অ্যাকশনও থাকবে।
জানা গেছে, এটলি আর নয়নতারা একে অপরের বন্ধু। এটলির সঙ্গে ‘বিজিল’ আর ‘রাজা রানি’ ছবিতে কাজ করেছেন নয়নতারা। এখন এই দক্ষিণি নায়িকা যদি কিং খানের হাত ধরে বলিউডে প্রবেশ করেন তো বক্স অফিসে ঝড় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে শাহরুখ ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে জন এব্রাহামকে। আর সালমান খানকে ক্যামিও রোলে দেখা যাবে। ‘পাঠান’ ছবির শুটিং শেষ হওয়ার পর শাহরুখ তাঁর আগামী প্রকল্প চূড়ান্ত করবেন বলে জানা গেছে।