সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অনেক অজানা ঘটনা শেয়ার করেছেন বলিউড তারকা আমির খান। ব্যক্তিগত জীবন থেকে চলচ্চিত্রের নানা গল্প এদিন তুলে ধরেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, নব্বইয়ের দশকে বলিউডে যখন আন্ডারওয়ার্ল্ডের প্রভাব প্রকট, তখন তাঁকেও দুবাইয়ে এক পার্টিতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রস্তাব ফিরিয়ে দিলে ভয়ভীতিও দেখানো হয়েছিল।
১৯৮০-৯০, বলিউডে এ সময়টা শাসন করেছেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা। বলিউডের যেকোনো কাজে তাঁদের কথাই ছিল শেষ কথা। সম্প্রতি দ্য লালানটপের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের একটি ঘটনা তুলে ধরলেন আমির।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের একটা পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলাম, সম্ভবত দুবাইয়ে। আমি যাইনি সেখানে। শুটিং চলাকালীন কিছু লোক দেখা করতে এসেছিল, আন্ডারওয়ার্ল্ডের লোক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছিল। তারা আমাকে পার্টিতে যেতে বলে। স্পষ্ট জানিয়ে দিই, আমার সেখানে যাওয়া উচিত নয়। তখন অনেক টাকার প্রস্তাব দেওয়া হয়। আমি স্পষ্ট বললাম, আমি যাব না, আমি আসব না।’
আমির খান আরও বলেন, ‘এরপরই ওদের সুর পুরোই পাল্টে যায়। মুহূর্তেই উচ্চস্বরে তারা আমাকে বলে, “আপনাকে আসতেই হবে। কারণ, আপনি আসছেন এটা ঘোষণা হয়ে গেছে। এটা আমাদের সম্মানের প্রশ্ন।”’
ঘাবড়ে যাননি আমির। তিনি তখন বলেন, ‘আপনারা এক মাস ধরে আমার সঙ্গে দেখা করছেন, আর আমি বলে গেছি আমি আসছি না। আপনাদের অনেক ক্ষমতা, চাইলেই আপনারা আমার মাথায় আঘাত করতে পারেন, হাত-পা বেঁধে আমাকে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে পারেন, তবে আমি নিজে থেকে আসব না। যদি চান আমাকে জোর করে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যান।’ অভিনেতা জানান, এরপর ওরা যোগাযোগ বন্ধ করে দেয়।