২১ বছর বয়সেই ‘কোই...মিল গায়া’র ‘প্রিয়া’কে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে

মনে আছে সেই খুদে অভিনেত্রীর কথা। ‘কোই...মিল গায়া’ সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল প্রিয়া। সেই প্রিয়া এখন আর ছোট নেই। তিনি এখন রীতিমতো নায়িকা। আজ এ এই অভিনেত্রী হাঁসিকা মতোয়ানির জন্মদিন। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে জানা–অজানা কথাগুলো দেখুন ছবিতে।
শৈশবে দেখেছেন মা–বাবার বিচ্ছেদ। তার পরে মায়ের সঙ্গে থাকতেন। বাবার তেমন কোনো সহযোগিতা ছাড়াই বড় হয়েছেন। ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
টেলিভিশনের শিশু শিল্পী হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু। সবচেয়ে পরিচিতি আসে বলিউডের ‘কোই...মিল গায়া’ সিনেমার প্রিয়া চরিত্রে। প্রথম দক্ষিণ ভারতের সিনেমায় তিনি নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
অভিনয়ের বাইরে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সুবিধাবঞ্চিত শিশু ও স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের নিয়ে কাজ করেন।
মাত্র ২১ বছরে হাঁসিকাকে নিয়ে গুজব তৈরি হয়। গুজব রটে, মেয়েকে দেখতে বড় বানাতে হরমনিয়াল ইনজেকশন দিয়েছেন হাঁসিকার মা। কারণ, তাঁর যা বয়স, তার চেয়ে দেখতে অনেক বড় লাগত।
এখনো তাঁকে বেশির ভাগ দর্শক মনে করিয়ে দেন ‘কোই...মিল গায়া’ সিনেমার কথা। ভক্তরা তাঁকে ‘প্রিয়া’ নামেও ডাকেন। হাঁসিকার জন্ম ১৯৯১ সালের আজকের দিনে। দীর্ঘ ক্যারিয়ারে হাঁসিকা ৭০টি মতো সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন। পেয়েছেন দক্ষিণ ভারতের একাধিক পুরস্কার।