শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। ছবিটি মুক্তি আগে থেকেই ট্রেলার, গান আর অগ্রিম বুকিং দিয়ে আলোচনায় রোমান্টিক। একইভাবে আলোচনায় সিনেমার দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা।
আহানকে ঘিরে ইতিমধ্যেই প্রচুর চর্চা হয়েছে—অভিনেত্রী অনন্যা পান্ডের ভাই ও চাঙ্কি পান্ডের ভাইপো হিসেবে আগে থেকেই তাঁর পরিচিতি রয়েছে। তবে অনীত পাড্ডা অনেকটাই অচেনা এক নাম।
কে এই অনীত পাড্ডা?
২০০২ সালের অক্টোবরে অমৃতসরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম অনীতের। বলিউডের রঙিন জগৎ থেকে অনেক দূরেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। টিনএজ বয়সে তিনি মডেলিং শুরু করেন বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে। ধীরে ধীরে ফটোশুট ও আরও কিছু অফার আসতে থাকে। মডেলিংয়ের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয় ও মেরি কলেজ থেকে স্নাতক পড়াশোনা চালিয়ে যান।
প্রথমবার বড় পর্দায় অনীতের উপস্থিতি ঘটে ২০২২ সালে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে, যদিও তিনি ছিলেন একজন অতিরিক্ত অভিনেত্রী হিসেবে। এরপর ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে দেখা যায় তাঁকে, যেখানে তিনি পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও আগ্রহ আছে অনীতের। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর গাওয়া প্রথম গান ‘মাসুম’। ওই বছরই একটি টিভি সিরিজেও তাঁকে দেখা যায় পার্শ্বচরিত্রে।
‘সাইয়ারা’ দিয়ে বড় শুরু
মোহিত সুরি তাঁর নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন। বহু অডিশনের ভিড়ে অনীতের পারফরম্যান্স এতটাই চোখে পড়ে যে মোহিত ও যশ রাজ ফিল্মসের শীর্ষ কর্তারা দ্রুতই তাঁকে প্রধান চরিত্রে সুযোগ দেন। এ ছবিটি দিয়েই প্রধান নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হলো অনীতের।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস