সিনেমার দৃশ্যে কাজল ও অজয়। আইএমডিবি
সিনেমার দৃশ্যে কাজল ও অজয়। আইএমডিবি

প্রথম দেখায় অজয়কে মনেই ধরেনি কাজলের

অজয় দেবগন ও কাজল বলিউডের আলোচিত তারকা দম্পতি। তবে দুজনের ব্যক্তিত্ব আলাদা। অজয় চুপচাপ থাকতে পছন্দ করেন। তাই প্রথম সাক্ষাতে অজয়কে বিশেষ মনে ধরেনি কাজলের। কাজল অভিনীত সিনেমা ‘মা’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটির প্রচারে অজয়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, তাঁর প্রেমকাহিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র রাজ-সিমরানের মতো নয়। ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির সময় প্রথম সাক্ষাৎ হয় তাঁদের। তখন অজয়ের প্রতি কাজলের কোনো অনুভূতি তৈরি হয়নি।
‘ও খুব শান্ত, চুপচাপ মানুষ ছিল। এখনো আছে। কথা কম বলত। সেটের বাইরেও চুপচাপ থাকত।’ বলেন কাজল।

শাড়ি আর ব্লেজারে ছিলেন কাজল-অজয় দেবগন দম্পতি। এএফপি

অভিনেত্রী নাকি সে সময় এটাই বুঝে উঠতে পারছিলেন না যে কেউ কীভাবে এতটা চুপচাপ থাকতে পারে! কাজলের কথায়, ‘আমরা মাত্র ৮-১০ ঘণ্টা সেটে বসে থাকতাম। আমরা কথা বলিনি, হাই, হ্যালো, কেমন আছেন? কথা না বলে চলবে কী করে?’

অভিনেত্রী আরও বলেন যে তিনি নির্দিষ্ট ধরনের লোকেদের পছন্দ করেন, তাঁদের সঙ্গে দ্রুত মিশেও যেতে পারেন। তবে অজয় ছিলেন সেই ধরনের মানুষদের চেয়ে একেবারেই আলাদা। কাজল আরও জানান, যে সময় দুজনের প্রথম দেখা হয়, সে সময় তাঁরা দুজনই অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু পরে ভালোবেসে ফেলেন একে–অপরকে। শুরু হয় প্রেমপর্ব, আর তারপর বিয়ে। বর্তমানে এই দম্পতির দুই সন্তান নিসা ও যুগ দেবগন।