Thank you for trying Sticky AMP!!

জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের স্কুল থেকে কিছুই শেখেননি জাহ্নবী

মারাঠি সিনেমার হিন্দি রিমেক ‘ধড়ক’ দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয় জাহ্নবী কাপুরের। গত চার বছরে তাঁর অভিনীত সিনেমা ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছে, এমনটা বলা যাবে না। এমনকি তাঁর অভিনয় নিয়েও সমালোচনা কম হয়নি। সম্প্রতি ভারতী গণমাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, অভিনয়ের স্কুল থেকে কিছুই শেখেননি তিনি। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
অভিনয় শিখতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লি স্ট্রসবার্গ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে

Also Read: পালাতে চেয়েছিলেন জাহ্নবী

যাঁরা হলিউডে কাজ করতে আগ্রহী, তাঁদের অনেকেই বেছে নেন এই প্রতিষ্ঠানকে। তবে জাহ্নবী জানালেন, এই অভিনয়ের স্কুলে পড়া তাঁর কোনো কাজেই লাগেনি। ইনস্টাগ্রাম থেকে
দ্য উইককে জাহ্নবী বলেন, ‘আমি ওখানে কিছু শিখিনি।’ তিনি আরও জানান, কিছু না শিখলেও লস অ্যাঞ্জেলেসে থাকা তাঁর জন্য ছিল খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা। ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী জানান, লস অ্যাঞ্জেলেসে তাঁকে শ্রীদেবী-কন্যা হিসেবে কেউ চিনত না। ফলে এই ‘স্বাধীন’ জীবন উপভোগ করেছেন তিনি। সব ঠিক থাকলে চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে অন্তত তিনটি সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। ইনস্টাগ্রাম থেকে