আরশাদ ওয়ার্সি ও সঞ্জয় দত্ত
আরশাদ ওয়ার্সি ও সঞ্জয় দত্ত

‘মুন্না-সার্কিট’র ২০ বছর, স্মৃতিকাতর সঞ্জয়–আরশাদ

মনে হচ্ছে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি। ফেসবুক, ইউটিউবে এখনো ছবিটির ভিডিও, স্থিরচিত্রে আলোচনা হয়। অথচ দেখতে দেখতে ২০ বছর পূর্ণ হয়ে গেল ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিটি। এই ছবির সেই জনপ্রিয় জুটি ‘মুন্না ভাই-সার্কিট’ আজও দর্শকের মনে গেঁথে আছে। রাজকুমার হিরানির এই ছবিতে ‘মুন্না ভাই’-এর ভূমিকায় সঞ্জয় দত্ত আর তাঁর সহকারী ‘সার্কিট’-এর চরিত্রে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারশি। এই দুই তারকা আজ ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক আবেগঘন পোস্ট করেছেন।
২০ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিটি। এই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। শুধু কি তা–ই, নয় থেকে নব্বই—সবার মন ছুঁয়ে গিয়েছিল রাজকুমারের ছবিটি। ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির হাত ধরে সঞ্জয়ের ডুবন্ত ক্যারিয়ার তখন রক্ষা পেয়েছিল। এই ছবির অন্যান্য মূল চরিত্রে ছিলেন বোমান ইরানি, জিমি শেরগিল, গ্রেসি সিং। সঞ্জয় দত্তের বাবা তথা প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুনীল দত্তকে এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতেও তিনি সঞ্জয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন।
আজ মঙ্গলবার সঞ্জয় দত্ত ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির ২০ বছর পূর্তিতে এক ভিডিও পোস্ট করেছেন।

এই ছবির বেশ কিছু স্মরণীয় দৃশ্য জুড়ে তিনি ভিডিওটি বানিয়েছেন। এই ভিডিওতে সুনীল দত্তকেও দেখা গেছে। এই পোস্টের সঙ্গে সঞ্জয় এক হৃদয়স্পর্শী ক্যাপশন লিখেছেন। এই বলিউড তারকা লিখেছেন, ‘দুই দশকের হাসি, আবেগ, আর অনেক “জাদু কী ঝাপ্পি”।

‘মুন্নাভাই’ সিরিজের ছবিতে ‘সার্কিট’ আরশাদ ওয়ার্সি ও ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত

“মুন্না ভাই এমবিবিএস”-এর ২০ বছর পার হওয়া এক উৎসবের মেজাজ। এক স্মরণীয় ভ্রমণ। আর কখনো না ভুলতে পারা বেশ কিছু মুহূর্ত। আমি এই ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁদের ভালোবাসা এই ছবিটিকে কালজয়ী করে তুলেছে। আশা করি, শিগগিরই “মুন্না ভাই থ্রি” নির্মাণ করা হবে।’
এদিকে ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ২০ বছর পূর্তির আবহে আরশাদ ওয়ারশি এক সুন্দর পোস্ট করেছেন। তিনি ‘মুন্না ভাই-সার্কিট’ জুটির এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘“মুন্না ভাই এমবিবিএস”-এর ২০ বছর পার হওয়ার সময় মনে হচ্ছে এ যেন কালকের কথা। মুন্না আর সার্কিটকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

‘মুন্না ভাই এমবিবিএস’ ছবির দুরন্ত সফলতার পর রাজকুমার এর সিকুয়েল বানিয়েছিলেন। ২০০৬ সালে তিনি নিয়ে এসেছিলেন ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিটি। এই ছবিটি গান্ধীবাদ ঘিরে নির্মাণ করা হয়েছিল। ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিটিও দারুণ সফলতা পেয়েছিল। আবার দর্শকের হৃদয় জয় করেছিল ‘মুন্না ভাই-সার্কিট’ জুটি। এরপর ‘মুন্না ভাই থ্রি’র কথা ঘোষণা করেছিলেন রাজকুমার হিরানি। কিন্তু এই ছবি ঘিরে এখনো কোনো আপডেট নেই। এদিকে আগামী বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিটি। এই ছবিতে শাহরুখ খান আর তাপসী পান্নুকে একসঙ্গে দেখা যাবে।