Thank you for trying Sticky AMP!!

বিমানবন্দরে রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পানীয় জল, শৌচাগার সুবিধা ছাড়া বিমানবন্দরে আটকা, ক্ষুব্ধ রাধিকা

মুম্বাই বিমানবন্দরের এরোব্রিজে সহযাত্রীদের সঙ্গে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এ সময় পানীয় জল, শৌচাগার সুবিধাও পাননি বলে অভিযোগ অভিনেত্রীর। কোনো উড়োজাহাজ সংস্থার নাম উল্লেখ না করে আজ ইনস্টাগ্রামে নিজের তিক্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন রাধিকা

Also Read: নিজেকে কারিনা ভাবতেন রাধিকা

রাধিকা আজ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ফ্লাইটে ভ্রমণরত যাত্রীদের চিন্তিত দেখা যাচ্ছে। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও এই ভিড়ে রয়েছেন। এরপর তাঁকে সেখানে বসে সমস্যা সমাধানের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এরপর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

রাধিকা লিখেছেন, ‘আমাকে এই পোস্ট করতেই হলো। আজ সকাল সাড়ে আটটায় আমার ফ্লাইট ছিল।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। রাধিকার ইনস্টাগ্রাম থেকে

এখন ১০টা ৫০ বাজে, ফ্লাইটটি এখনো বোর্ডিং করেনি। বলা হয়েছিল, আমরা বোর্ডিং করছি কিন্তু এরপরই সব যাত্রীকে এরোব্রিজে রেখে এটি বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে ছোট শিশু, বৃদ্ধসহ যাত্রীদের চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার জন্য দরজা খোলা হয়নি। কর্মচারীদের কোনো ধারণাই নেই এসব নিয়ে।’

এ ঘটনায় উড়োজাহাজ সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাধিকা আপ্তে। তাঁর পোস্টের শেষে আরও বলেছেন, ‘সবাই ভেতরে আটকে রয়েছেন। পানীয় জল বা শৌচাগার নেই। সেখানে কর্তব্যরত কর্মীরাও কিছু বলতে পারছিলেন না যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে।

রাধিকা আপ্তে

আটকে থাকা যাত্রীদের তালিকায় কারও ছোট বাচ্চা ছিল। এমনকি ছিলেন অনেক বয়স্ক মানুষও। তবু নিরাপত্তারক্ষীরা দরজা খোলেননি। পরে এক কর্মী আমাদের জানিয়েছেন, কমপক্ষে আমাদের দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

পোস্টের শেষে অভিনেত্রী রাধিকা ব্যঙ্গ করে লিখেছেন, ‘উপভোগ্য যাত্রার জন্য ধন্যবাদ।’ অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা তীব্রভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
সম্প্রতি রাধিকাকে দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। গত শুক্রবার মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবনের ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। এ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে রাধিকাকে।